সুপার টাইফুন 'মাওয়ার' ভয়ঙ্কর রূপ নিয়েছে

সুপার টাইফুন ‘মাওয়ার’ ভয়ঙ্কর রূপ নিয়েছে

ভয়ঙ্কর রূপ নিয়েছে মহাশক্তিশালী সুপার টাইফুন ‘মাওয়ার’। ঘণ্টায় ১৭৫ থেকে ১৮৫ কিলোমিটার বেগে ধেয়ে আসছে এই সুপার। ক্যাটেগরি ৩ শক্তির এই টাইফুনটি বর্তমানে দক্ষিণপূর্ব এশিয়ার দেশ ফিলিপিন্স ও তাইওয়ানের কাছে অবস্থান করে জাপানের দিকে অগ্রসর হচ্ছে।

আবহাওয়া বিষয়ক ওয়েবসাইট অ্যাকুওয়েদার এ তথ্য জানিয়েছে।

টাইফুন ‘মাওয়ার’ ইতিমধ্যে মার্কিন অধীনস্থ গুয়াম দ্বীপে আঘাত হেনে ব্যাপক ক্ষতিসাধন করেছে। গুয়াম দ্বীপের ৫২ হাজার বাসিন্দার প্রায় সবাই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েন। যদিও এটির আঘাতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

ফিলিপিন্সের আবহাওয়া দপ্তর জানিয়েছে, টাইফুনটি শক্তি ধরে রেখে অগ্রসরমান রয়েছে। দেশটির অধিকাংশ অঞ্চলে বজ্র বৃষ্টি এবং ভূমি ধসের সতর্কতা দেয়া হয়েছে।

টাইফুন ‘মাওয়ার’ আগামী শুক্রবারের পরে জাপানের নাহা দ্বীপে আঘাত করে শক্তি হারিয়ে জাপানের উপর দিয়ে অতিবাহিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *