জম্মু-কাশ্মীরের উন্নয়নচিত্রে বাংলাদেশের রাস্তার ছবি ব্যবহার

সোমবার (২২ মে) থেকে শুরু হয়েছে জি-২০ দেশগুলোর ট্যুরিজম ওয়ার্কিং গ্রুপের তৃতীয় সম্মেলন। এবার এ সম্মেলনের আয়োজন করা হয়েছে ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের রাজধানী শ্রীনগরে।

তবে আন্তর্জাতিক এ সম্মেলন উপলক্ষে জম্মু-কাশ্মীরের উন্নয়ন দেখাতে গিয়েই বিপাকে পড়েছেন জম্মু-কাশ্মীরের সরকারি কর্মকর্তা এবং বিজেপি নেতারা। অভিযোগ উঠেছে শ্রীনগরের উন্নয়ন দেখাতে গিয়ে বাংলাদেশের বরিশাল বিভাগের একটি ছবি ব্যবহার করা হয়েছে।

জানা গেছে, শ্রীনগরের উন্নত বুলেভার্ড রোডের বর্ণনা প্রকাশে যে ছবিগুলো ব্যবহার করা হয়েছে, সেগুলোর মধ্যে একটি নকল। ছবিটি ঝাউতলা পটুয়াখালীর। ফ্রি প্রেস কাশ্মীরের প্রতিবেদনে এ দাবি করা হয়।

অল্ট নিউজ দ্বারা ছবিটির ‘রিভার্স ইমেজ’ খুঁজে দেখা গেছে যে, এটি গত ৬ ফেব্রুয়ারি ঝাউতলা পটুয়াখালী নামক একটি ফেসবুক পেজের প্রফাইল পিকচার হিসেবে সেট করা হয়। ঝাউতলা পটুয়াখালী হচ্ছে বাংলাদেশের বরিশাল বিভাগের পটুয়াখালী জেলায় অবস্থিত একটি পার্ক। ফেসবুক পেজটি পার্কের উন্নয়নের উদ্দেশ্যেই খোলা।

জম্মু-কাশ্মীরের তথ্য ও জনসংযোগ বিভাগ (ডিআইপিআর), বডগাম ছবিটির ক্যাপশনে লিখেছে, ‘শ্রীনগরে জি-২০ বৈঠকে অংশগ্রহণ করা প্রতিনিধিদের স্বাগত জানাতে বুলেভার্ড রোডকে নতুন রূপে সাজানো হয়েছে। ’

একই শিরোনামে জম্মু-কাশ্মীর ভিত্তিক এনজিও সংস্থা সেভ ইয়ুথ সেভ ফিউচারের চেয়ারম্যান ওয়াজাহাত ফারুক ভাট ছবিটি টুইটারে শেয়ার করেন। পরে ছবিটি অ্যাকাউন্ট থেকে সরিয়ে ফেলেছেন তিনি।

ভারত সরকারের পররাষ্ট্র ও সংস্কৃতি প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখি একাধিক ইমোজি দিয়ে তাদের টুইটের রিপ্লাই দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *