সাফে একই গ্রুপে বাংলাদেশ-লেবানন

সাফে একই গ্রুপে বাংলাদেশ-লেবানন

ভারতের মাটিতে আসছে সাফ চ্যাম্পিয়নশিপের ড্র অনুষ্ঠিত হয়েছে। যেখানে ‘বি’ গ্রুপে শক্তিশালী লেবাননকে পেয়েছে বাংলাদেশ। এছাড়া বাংলাদেশ থেকে এগিয়ে থাকা মালদ্বীপও রয়েছে। চতুর্থ দল ভূটান।

আজ বুধবার ভারতের দিল্লিতে অনুষ্ঠিত হয় সাফ চ্যাম্পিয়নশিপের ১৪তম আসরের ড্র। দুই অতিথি ও দক্ষিণ এশিয়ার ছয় দল মিলিয়ে র‌্যাংকিংয়ে এগিয়ে থাকা দুই শীর্ষ দল লেবানন ও ভারতকে রাখা হয় দুই পটে। ‘এ’ পটে ভারত ও ‘বি’ পটে রাখা হয় লেবাননকে।‘এ’ গ্রুপে ভারত ও কুয়েত সাথে আছে নেপাল, পাকিস্তান।

আগামী ২১ জুন ভারতের বেঙ্গালুরুতে শুরু হয়ে ৩ জুলাই শেষ হওয়ার কথা রয়েছে দক্ষিণ এশিয়া ফুটবলের সবচেয়ে বড় এই আসর।

বাংলাদেশ গ্রুপে থাকা লেবানন ফিফা র‌্যাংকিংয়ের দিক থেকে সবচেয়ে শক্তিশালী দল। বর্তমানে ৯৯তম স্থানে আছে তারা। আরেক অতিথি দল কুয়েত ১৪৩তম।

এছাড়া ভারত (১০১তম) সাফের দলগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে। বাকি পাঁচ দলের অবস্থান যথাক্রমে মালদ্বীপ (১৫৪), নেপাল (১৭৪), ভুটান (১৮৫), বাংলাদেশ (১৯২), পাকিস্তান (১৯৫তম)।

এই প্রতিযোগিতার রেকর্ড আটবারের চ্যাম্পিয়ন ভারত, তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়নও। মালদ্বীপ দুবার জিতেছে। আর বাংলাদেশ, আফগানিস্তান ও শ্রীলংকা একবার করে এই শিরোপার স্বাদ পেয়েছে।

২০০৩ সালে সবশেষ এই মুকুট জেতা বাংলাদেশ ২০০৫ সালে সবশেষ ফাইনাল খেলেছিল, সেবার ভারতের কাছে হারে দল।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *