• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০২:৫৫ অপরাহ্ন
Notice
We are Updating Our Website

রাজধানীতে নজরুল বিশ্ববিদ্যালয় সাবেকদের মিলনমেলা

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩

নিউজ ডেস্ক: সাবেক শিক্ষার্থীদের ব্যানারে ঢাকায় অবস্থানরত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে পুনর্মিলনী ও ইফতার ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ এপ্রিল) রাজধানীর ধানমন্ডির একটি রেস্টুরেন্টে সন্ধ্যায় পুনর্মিলনী উপলক্ষে শতাধিক প্রাক্তনদের নিয়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা পুনর্মিলনীতে পরিচিত মুখগুলোকে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। দীর্ঘদিন ধরে অনেকের সাথেই দেখা হয়ে ওঠেনি নানান কর্মব্যস্ততায়। সাবেক এই শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা চলাকালীন পরিচিত সব মুখ এক ছাদের নিচে দেখতে পেয়ে উল্লাসে মেতে উঠেন। প্রাণের বন্ধনে ফের মিলিত হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন।

মিলনমেলার এই আয়োজনকে ক্যামেরাবন্দি করতে ভুলেননি তারা। আনাড়ি হাতেই সবাই যেন হয়ে উঠেন এক একজন আলোকচিত্রী। দীর্ঘদিন পর অগ্রজ ও অনুজদের দেখা হওয়ায় ক্যামেরায় সেই স্মৃতি ধরে রাখেন। কুশল বিনিময়, আলিঙ্গনে সবাই ফিরে যান প্রাণের বিশ্ববিদ্যালয় জীবনে।

পুনর্মিলনীতে আসা আরব আমিরাত দূতাবাসের অর্থনৈতিক বিশ্লেষক লালন আলতাপ জানান, পরিচিত মুখগুলোকে একসাথে দেখে মনেই হয়নি ঢাকায় আছি। ফিরে গিয়েছিলাম সেই ক্যাম্পাস জীবনে। এমন মিলনমেলায় যুক্ত হতে পেরে ভীষণ আনন্দিত। এতদিনের কর্মক্লান্তি যেন মুহূর্তেই উবে গেছে।

আরেক নজরুলিয়ান পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের উপ পরিদর্শক আবু সাঈদ বলেন, এই ইফতার ও পুনর্মিলনীতে যোগ দিতে পেরে অনেক আনন্দ অনুভব করছি। বিশ্ববিদ্যালয় জীবনের পুরনো বন্ধু, বড় ভাই ও ছোটদের পেয়ে মনে হচ্ছে ক্যাম্পাস জীবনে চলে এসেছি। তাই ক্যাম্পাস জীবনে ফেলে আসা স্মৃতিগুলো বেশি বেশি মনে পড়ছে।

সাবেকদের নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি জানতে চাইলে ফ্রিল্যান্স আর্টিস্ট রাশেদুল ইসলাম বলেন, ঢাকায় অবস্থানরত বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনরা একত্রিত হওয়ার প্র‍য়াস থেকেই এমন উদ্যোগ, ভবিষ্যতে আরো বৃহৎ পরিসরে একসাথে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে আমরা আয়োজন করবো। সবাইকে একত্রিত করবো সাবেকদের স্বার্থ সংশ্লিষ্ট কর্মকাণ্ডলো এগিয়ে নিতে।

অনুষ্ঠানের অন্যতম সমন্বয়ক মাহমুদ মুনিম বলেন, অনেকের সাথে দেখা হলো প্রায় অর্ধযুগ, তারও বেশি সময় পরে। যাদের সাথে কাটিয়েছি জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলো, তাদের অনেককে দেখে খুবই ভাল লাগছে। সবাই স্ব স্ব স্থানে প্রতিষ্ঠিত। কোন সমস্যা কিংবা সহায়তায় আমরা একত্রিত হয়ে যেন কাজ করতে পারি সেটার চমৎকার একটি প্ল্যাটফর্ম হবে সেই প্রত্যাশা করি।

অনুষ্ঠানে আগত সাবেকদেরকে শুভেচ্ছা উপহার ও ফটোসেশনের মাধ্যমে সমাপ্ত হয় সাবেকদের এই পুনর্মিলনী ও ইফতার পর্ব।


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরও খবর