বড় বড় অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন নির্বাপণে ব্যবহার করা হয় হেলিকপ্টার। ঘটনাস্থলে পানিভরা ‘বাম্ভি বাকেট’ নিয়ে উড়তে দেখা যায় হেলিকপ্টারকে। আগুন নেভাতে পানি ঢালা হয়। কখনো ভবনের ছাদ থেকে আটকে পড়াদের উদ্ধার করা হয় হেলিকপ্টারের মাধ্যমে।
হেলিকপ্টার পানিভরা যে পাত্রটি নিয়ে উড়তে দেখা যায় সেটির নাম ‘বাম্ভি বাকেট’। হেলিকপ্টার বালতি বা হেলিবাকেটও বলা হয় এটিকে। এই বিশেষায়িত বালতি তারের উপর ঝুলে থাকে, যা আকাশ থেকে অগ্নিনির্বাপণের জন্য পানি সরবরাহ করতে পারে।
বাম্বি বাকেটের ধারণ ক্ষমতা ৩ হাজার ৭৮ লিটার। দেশ ও অপারেটর ভেদে এই পানি ধারণক্ষমতা কম-বেশি হয়ে থাকে। এই পরিমাণ পানি নিয়ে এসে আগুনের ওপর ফেলা হয়। যাতে করে আগুন নিয়ন্ত্রণে আসে। বিশ্বের ১১৫টি দেশের এক হাজারের বেশি হেলিকপ্টার অপারেটর এই বাকেট ব্যবহার করে।