টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-২০তে আয়ারল্যান্ডের সঙ্গে লড়বে বাংলাদেশ। এ ম্যাচে আইরিশ বধের মিশনে মাঠে নামবে টাইগার বাহিনী। অন্যদিকে টি-২০তে স্বাগতিকদের বিপক্ষে জয় পেতে মরিয়া সফরকারীরা।
সোমবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। এ ম্যাচটি মাঠে গড়াবে দুপুর দুইটায়। খেলাটি দেখা যাবে টি-স্পোর্টস ও জি টিভিতে।

এর আগে টস জিতে ফিল্ডিংয়ের নিয়েছেন আয়ারল্যান্ড অধিনায়ক পল স্টার্লিং।

চলতি মাসের শুরুতে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে টি-২০ সিরিজে ধবল ধোলাই করেছে বাংলাদেশ। ইংলিশদের বিপক্ষে রেকর্ড জয়ে স্বস্তিতে রয়েছে টাইগার বাহিনী।

এজন্য আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-২০তে জয়ের লক্ষ্যেই মাঠে নামবে সাকিব আল হাসানের দল।

আন্তর্জাতিক টি-২০তে এখন পর্যন্ত আয়ারল্যান্ডের সঙ্গে চারবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এর মধ্যে তিনটিতে জয় ও একটিতে হেরেছে টাইগাররা।

এছাড়াও এ ফরম্যাটে গত পাঁচ ম্যাচের পরিসংখ্যান বাংলাদেশের পক্ষেই কথা বলছে। শেষ ৫ ম্যাচের তিনটিতেই জয় পেয়েছে টিম টাইগার্স। অন্যদিকে মাত্র একটিতে জিতে বাকি চার ম্যাচে হেরেছে আইরিশরা।

এদিকে আসন্ন টি-২০ সিরিজের আগে বাংলাদেশ দলে ডাক পেয়েছেন নতুন দুই মুখ লেগস্পিনার রিশাদ হোসেন ও উইকেটরক্ষক কাম ব্যাটার জাকের আলী। এতে তিন ম্যাচের সিরিজের প্রথম টি-২০তে বাংলাদেশ শিবিরে আসতে পারে পরিবর্তন।

বাংলাদেশের স্কোয়াড: লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন, রিশাদ হোসেন নাসুম আহমেদ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

আয়ারল্যান্ড স্কোয়াড: পল স্টার্লিং (অধিনায়ক), হ্যারি টেক্টর, রস আদাইর, মার্ক আদাইর, গ্যারেথ ডিলানি, জর্জ ডকরেল, ফিউন হ্যান্ড, বেন হোয়াইট, ক্রেইগ ইয়ং, ম্যাথিউ হ্যাম্ফ্রেস, গ্রাহাম হিউম, কার্টিস ক্যাম্ফার, অ্যান্ড্রু ম্যাকব্রিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *