• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৫:১৫ অপরাহ্ন
Notice
We are Updating Our Website

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, বিশ্রামে মুস্তাফিজ

নিজস্ব প্রতিবেদক
আপডেট : সোমবার, ২০ মার্চ, ২০২৩
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, বিশ্রামে মুস্তাফিজ
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, বিশ্রামে মুস্তাফিজ

আইরিশদের বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্যে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আয়ারল্যান্ড। সিরিজের প্রথম ওয়ানডের মতো আজও আগে ব্যাট করবে বাংলাদেশ। মুস্তাফিজুর রহমানকে বিশ্রাম দেয়া হয়েছে। তার জায়গায় ফিরেছেন হাসান মাহমুদ।

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। আগের ম্যাচে আইরিশদের রেকর্ড ১৮৩ রানের ব্যবধানে হারিয়েছে তামিমের দল। ওই ম্যাচেই বাংলাদেশ নিজেদের ওয়ানডে ইতিহাসে সবচেয়ে বেশি রান তোলে। আগে ব্যাট করে ওই ম্যাচে বাংলাদেশের সংগ্রহ ছিল ৩৩৮ রান।

সিরিজ শুরুর আগের দিন অনুশীলনে চোট পান মেহেদি হাসান মিরাজ। চোখের চোটের কারণে বাইরে থাকা মিরাজের আজও খেলা হচ্ছে না।

বাংলাদেশ একাদশ

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, ইয়াসির আলী রাব্বি, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, হাসান মাহমুদ ও নাসুম আহমেদ।


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরও খবর