মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বড় ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী মো. রওশন আলী ওরফে টোকন।
নৌকা প্রতীকে টোকন পেয়েছেন ১২ হাজার ৩৭৪ ভোট।
আর তার নিকতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান আনারুল ইসলাম (আনারস প্রতীকে) পেয়েছেন মাত্র ৬ হাজার ৯২৪ ভোট।
এছাড়া জাতীয় পার্টি (জাপা) মনোনীত প্রার্থী নজরুল ইসলাম (নাঙ্গল প্রতীক) পেয়েছেন ৭৫০ ভোট।
বৃহস্পতিবার (১৬ মার্চ) সন্ধ্যার দিকে বেসরকারিভাবে নির্বাচনী ফলাফল ঘোষণা করেন আমদহ ইউনপি নির্বাচনের রিটার্নিং অফিসার দোলন কুমার।