কুষ্ঠ রোগে আক্রান্ত ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের প্রতি বৈষম্য বিষয়ক জাতিসংঘ বিশেষ র্যাপোর্টিয়ার এলিস ক্রুজ বাংলাদেশে আনুষ্ঠানিক সফর আসছেন। ৭ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ সফর করবেন তিনি।
এ বিশেষজ্ঞ জানান, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার বিষয়ক জাতিসংঘ কমিটির অতি সাম্প্রতিক বাংলাদেশ বিষয়ক পর্যালোচনায় কুষ্ঠ সংক্রান্ত বৈষম্য নিরসনে কতগুলো সুপারিশ পেশ করেছেন। কুষ্ঠ রোগে আক্রান্ত ব্যক্তিরা ও তাদের পরিবারের সদস্যদের প্রতি বৈষম্য দূরীকরণে বাংলাদেশ কিভাবে প্রয়াস চালাচ্ছে তা আমি অন্বেষণ করবো।
এলিস ক্রুজ কুষ্ঠ বিষয়ক কাঠামোগত ও আন্তঃব্যক্তিগত বৈষম্য সংক্রান্ত সমস্যাগুলোর পাশাপাশি কুষ্ঠ রোগে আক্রান্ত ব্যক্তিবর্গের প্রতি বৈষম্য-নিরোধ বিষয়ক বিভিন্ন নীতিমালা, এই রোগের সঙ্গে জড়ানো কলঙ্ক বিমোচনের কৌশলসমূহ এবং কুষ্ঠ রোগীদের বিভিন্ন নাগরিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও প্রতিবন্ধী অধিকার পূরণের পরিস্থিতি মূল্যায়ন করবেন।
সফরকালে তিনি সরকারের বিভিন্ন প্রতিনিধি, জাতিসংঘ সংস্থাসমূহ, সুশীল সমাজ এবং রোগাক্রান্ত ব্যক্তিবর্গ, তাদের পরিবারের সদস্য ও তাদের প্রতিনিধি সংগঠনের সঙ্গে সাক্ষাৎ করবেন। তিনি নীলফামারী ও বগুড়া অঞ্চলসহ ঢাকার বাইরের বিভিন্ন জনগোষ্ঠীর সঙ্গে দেখা করবেন বলে জানা গেছে।