• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১০:৫৯ পূর্বাহ্ন
Notice
We are Updating Our Website

মোংলায় পৌঁছেছে বিলাসবহুল রিভার ক্রুজ ‘গঙ্গা বিলাস’

নিজস্ব প্রতিবেদক
আপডেট : রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩

ভারতের উত্তর প্রদেশের বারাণসী থেকে বাংলাদেশ হয়ে আসাম পর্যন্ত ৩২০০ কিলোমিটার নৌপথ পাড়ি দেওয়া বিশ্বের দীর্ঘতম বিলাসবহুল রিভার ক্রুজ ‘গঙ্গা বিলাস’ মোংলায় এসে পৌঁছেছে। গত ১৩ জানুয়ারি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্ধোধনের ২২ দিন পর সুন্দরবনের আংন্টিহারা রুট দিয়ে মোংলায় এসেছে প্রমোদতরীটি।

বিলাসবহুল রিভার ক্রুজটি শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে মোংলা বন্দর জেটিতে নোঙ্গর করলে আনুষ্ঠানিক ভাবে বিদেশী পর্যটকদের ফুল দিয়ে অভ্যর্থনা জানান নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চেীধুরী। এসময়ে ভারতীয় হাই কমিশনার প্রণয় কুমার ভার্মা, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল, মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী, অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর গোলাম সাদেকসহ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নৌপরিবহন মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ ও ভারতের মধ্যে অভ্যন্তরীণ নৌপথ অতিক্রম ও বাণিজ্য প্রটোকল চুক্তির আওতায় গত ১৩ জানুয়ারি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উত্তর প্রদেশের বারাণসীতে উদ্ধোধন করেন বিলাসবহুল রিভার ক্রুজ গঙ্গা বিলাস। ওইদিনই সুইজারল্যান্ড ও জার্মানসহ ৩০ জন বিদেশী পর্যটক নিয়ে বারাণসী থেকে বাংলাদেশ হয়ে আসামের ডিব্রগর পর্যন্ত ৩২০০ কিলোমিটার নৌপথে যাত্রা শুরু করে।

এই প্রমোদতরীটি তিন সপ্তাহ পর শুক্রবার রাতে বাংলাদেশের সুন্দরবনের আংন্টিহারা ইমিগ্রেশন চেকপোষ্টে নোঙ্গর করে। প্রমোদতরী গঙ্গা বিলাসে আসা বিদেশী পর্যটকরা মোংলায় পৌঁছে প্রথম দিন বিকালে ঘুরে দেখেন বিশ্বঐতিহ্য স্থান বাগেরহাটের ষাটগুম্বজ মসজিদ। তিন দিন ধরে ঘুরে দেখবেন আরেক বিশ্বঐতিহ্য স্থান সুন্দরবন। এরপর তারা বরিশারের ভাসমান বাজার, নারায়গঞ্জের পানাম, নগরী পাহাড়পুরসহ দেশের পর্যটন স্পটগুলো দুই সপ্তাহ ধরে ঘুরে দেখবেন।

ভারত ও বাংলাদেশের মধ্যে ৩২০০ কিলোমিটার নৌপথে ৫০ দিনের যাত্রায় বিলাসবহুল রিভার ক্রুজ গঙ্গা বিলাসের পর্যটকরা দুই দেশের ২৭টি নদ-নদী পাড়ি দিয়ে ৫০টি ঐতিহাসিক স্থাপত্য ও বিশ্বঐতিহ্য স্থান (ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইড) ঘুরে দেখার সুযোগ পাবেন। দৈর্ঘ্য ৬২.৫ মিটার এবং প্রস্থ ১২.৮ মিটার ও ১.৩৫ মিটার ড্রাফটের প্রমোদতরীটিতে ১৮টি অত্যাধুনিক স্যুইটসহ একসাথে ৮০ জন পর্যটককের ভ্রমণের সুযোগ রয়েছে। রেস্টুরেন্ট, স্পা, সুইমিংপুল, সানডেকের ব্যবস্থাসহ রয়েছে আন্তর্জাতিক মানের সব রকম সুযোগ-সুবিধা।

প্রমোদতরীটি বাংলাদেশে দুই সপ্তাহ অবস্থানকালে সুন্দরবনের আংন্টিহারা- বাগেরহাট- বরিশাল- আরিচা- সিরাজগঞ্জ- দৈখাওয়া নৌপথ অতিক্রম করে আগামী ১৩ মার্চ ভারতের আসামের ডিব্রুগড়ে পৌঁছানোর কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরও খবর