• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৪:০৫ অপরাহ্ন
Notice
We are Updating Our Website

হজ প্যাকেজের মূল্য নির্ধারণ করল ধর্ম মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩
হজ প্যাকেজের মূল্য নির্ধারণ করল ধর্ম মন্ত্রণালয়
হজ প্যাকেজের মূল্য নির্ধারণ করল ধর্ম মন্ত্রণালয়

চলতি বছরের হজ প্যাকেজের মূল্য নির্ধারণ করেছে ধর্ম মন্ত্রণালয়। এ বছর সরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়ার সর্বনিম্ন প্যাকেজ ছয় লাখ ৮৩ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

বুধবার সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির সভায় ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খানের সভাপতিত্বে হজের প্যাকেজ চূড়ান্ত করা হয়।

চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ২৮ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। চলতি বছর হজ পালনে গত ৯ জানুয়ারি সৌদি আরবের সঙ্গে দ্বিপক্ষীয় হজচুক্তি করেছে বাংলাদেশ। সে অনুযায়ী চলতি বছর এক লাখ ২৭ হাজার ১৯৮ হজযাত্রী বাংলাদেশ থেকে হজে যেতে পারবেন।

এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার, বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ১২ হাজার ১৯৮ জন হজ পালন করতে পারবেন। ৬৫ বছরের বেশি বয়সিদের হজ করার ওপর নিষেধাজ্ঞাও উঠে গেছে। এ বছর হজের খরচ বেড়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরও খবর