• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৪:০২ অপরাহ্ন
Notice
We are Updating Our Website

বিএনপির আন্দোলন অশ্বডিম্বের মতো: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩
বিএনপির আন্দোলন অশ্বডিম্বের মতো: ওবায়দুল কাদের
বিএনপির আন্দোলন অশ্বডিম্বের মতো: ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকারের পরিবর্তন চাইলে নির্বাচন করুন। রংপুরে শোচনীয় পরাজয়ের পরও আমরা মেনে নিয়েছি। তবে বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন অশ্বডিম্বের মতো। উচ্চ আদালতের রায়ে তত্ত্বাবধায়ক সরকার ডেড ইস্যু। এটা নিয়ে হাঁকডাক কেউ পছন্দ করে না।

বৃহস্পতিবার রাজধানীর সড়ক ভবনের মিলনায়তনে সড়ক ও জনপথ প্রকৌশল সমিতির ৩০তম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির হাঁকডাকে ঘোড়াও হাসে। আমরা হাঁকডাক, হুমকি-ধামকি ভয় করি না। শেখ হাসিনাও ভয় পান না।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল। আওয়ামী লীগ ঘরে যেমন গণতন্ত্রের চর্চা করে, রাজনৈতিক মাঠেও একই। বিরোধীদল শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়। তবে বিরোধিতার নামে জ্বালাও-পোড়াও কোনো গণতন্ত্র নয়।

সেতুমন্ত্রী বলেন, ভালো কাজ করতে হবে। যে অপকর্ম করবে, তার ব্যর্থতাতার ভার তাকেই বহন করতে হবে। সৎ থাকার চেষ্টা করতে হবে। কিছু মানুষ টাকা ছাড়া কিছু বোঝে না, তাদের আরো টাকা দরকার। কেউ কেউ কষ্টের টাকা বিদেশে পাচার করেছে, তাদের আমরা ঘৃণা করি। দেশ উন্নত করতে দুর্নীতি ও টাকা পাচার বন্ধ করতে হবে।


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরও খবর