তৃতীয় সন্তানের বাবা হচ্ছেন মার্ক জাকারবার্গ

ফের বাবা হতে চলেছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। এবার কন্যা সন্তানের আগমনের সুখবর দিলেন তিনি।

বুধবার (২১ সেপ্টেম্বর) এক ফেসবুক পোস্টে জাকারবার্গ জানিয়েছেন, অনেক অনেক ভালোবাসা। আমি জানাতে পেরে আনন্দিত যে ম্যাক্স ও আগস্ট আগামী বছর নতুন বোন পেতে যাচ্ছে।

মার্ক জাকারবার্গের স্ত্রীর নাম প্রিসিলা চ্যান। এ দম্পতির ম্যাক্স ও আগস্ট নামে দুই পুত্রসন্তান রয়েছে। এর মধ্যে ফের বাবা হওয়ার সুখবর দিলেন বিশ্বের এই অন্যতম ধনী।

তাদের প্রথম সন্তান ম্যাক্স জন্মগ্রহণ করে ২০১৫ সালে। ম্যাক্সের জন্মের সময় জাকারবার্গ তাদের সম্পদের অধিকাংশ দাতব্যকাজে ব্যয় করার ঘোষণা দেন।

ইন্টারনেটে সামাজিক যোগাযোগের সবচেয়ে বড় মাধ্যম ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। গোটা বিশ্বে তার পরিচিতি তুঙ্গে। দীর্ঘ নয় বছর প্রেমের পর ২০১২ সালে ১৯ মে কলেজ জীবনের প্রেমিকা প্রিসিলা চ্যানকে বিয়ে করেন তিনি।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় চ্যানের সঙ্গে পরিচয় হয় জাকারবার্গের। পরিচয় থেকে প্রণয়। এর এক বছর পর ২০০৪ সালে এই বিশ্ববিদ্যালয়ের এক হল থেকে ফেসবুকের সূচনা করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *