• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০১:০০ অপরাহ্ন
Notice
We are Updating Our Website

ডেঙ্গু‌তে এক‌দি‌নে ২ মৃত্যু, হাসপাতালে ৩৫৩

নিজস্ব প্রতিবেদক
আপডেট : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৫৩
ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৫৩

সারাদেশে ডেঙ্গু আক্রান্ত এক দি‌নে দুজন মারা গেছেন। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত (১৩ সে‌প্টেম্বর) ৩৯ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্ত হয়ে এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৫৩ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা ১ হাজার ২১৩ জন।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়া ২৩৭ জন ঢাকার বাসিন্দা। ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১১৫ জন। বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৮৯৫ জন। আর ঢাকার বাইরে ভর্তি আছেন ৩১৮ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯ হাজার ৪৪৮ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৮ হাজার ১৯৬ জন।


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরও খবর