• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৩:১২ অপরাহ্ন
Notice
We are Updating Our Website

বিএনপি নেতাদের মুখে গণমাধ্যমের স্বাধীনতার কথা মানায় না: কাদের

নিজস্ব প্রতিবেদক
আপডেট : সোমবার, ২৩ মে, ২০২২
বিএনপি নেতাদের মুখে গণমাধ্যমের স্বাধীনতার কথা মানায় না কাদের
বিএনপি নেতাদের মুখে গণমাধ্যমের স্বাধীনতার কথা মানায় না কাদের

বিএনপি মহাসচিবের মুখে গণমাধ্যমের স্বাধীনতার কথা ‘ভূতের মুখে রাম নাম’ ছাড়া আর কিছু নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ সোমবার এক বিবৃতিতে গণমাধ্যমে স্বাধীনতা নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের চিরাচরিত মিথ্যাচার ও দুরভিসন্ধিমূলক বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি এ মন্তব্য করেন।

গণমাধ্যমে স্বাধীনতা নাই বলে বিএনপি মহাসচিব যে বক্তব্য দিয়েছেন- সে প্রসঙ্গে বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতাদের উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যাচার ও অপপ্রচার প্রতিদিন গণমাধ্যমে সম্প্রচারিত হচ্ছে।

রাজনৈতিক ব্যর্থতার ভারে ন্যুজ বিএনপির কাছে স্বাধীনতার অর্থ কী তা দেশবাসী জানে বলেও উল্লেখ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

বিবৃতিতে তিনি আরও বলেন, বন্দুকের নলের মুখে গণমাধ্যমকর্মীদের জিম্মি করে রেডিও-টেলিভিশনের ভাষণে নিজেকে অবৈধভাবে রাষ্ট্রপতি ঘোষণার মধ্য দিয়ে অসাংবিধানিক পন্থায় রাষ্ট্র ক্ষমতা দখলকারী স্বৈরাচার জিয়াউর রহমানের হাতে প্রতিষ্ঠিত দল বিএনপি নেতাদের মুখে গণমাধ্যমের স্বাধীনতার কথা মানায় না।


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরও খবর