• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০১:৪৭ পূর্বাহ্ন
Notice
We are Updating Our Website

অবশেষে পাম তেল রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার ইন্দোনেশিয়ার

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২
অবশেষে পাম তেল রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার ইন্দোনেশিয়ার
অবশেষে পাম তেল রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার ইন্দোনেশিয়ার

পাম তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে ইন্দোনেশিয়া। আগামী সোমবার থেকে এটি কার্যকর করা হবে।

আজ বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্ট জোকো উইদোদো এ ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স। দেশটিতে পাম তেল সরবরাহ স্বাভাবিক হওয়ায় নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে সরকার।

পাম তেল রপ্তানিতে বিশ্বে শীর্ষ দেশ ইন্দোনেশিয়া। অভ্যন্তরীণ ভোজ্য তেলের ক্রমবর্ধমান মূল্য নিয়ন্ত্রণ করতে অপরিশোধিত পাম তেল রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয় দেশটি। তা কার্যকর হয় গত ২৮ এপ্রিল। সেদিন থেকে পাম তেল ও কিছু ডেরিভেটিভ পণ্যের চালান বন্ধ করে দেয় দেশটি। এর ফলে বিশ্বব্যাপী উদ্ভিজ্জ তেলের বাজার বেশ ভাল রকমের ধাক্কা খায়। এর প্রভাব বাংলাদেশের তেলের বাজারেও পড়েছে।

এদিকে পাম তেল রপ্তানির নিষেধাজ্ঞার বিরুদ্ধে দুদিন আগে ইন্দোনেশিয়ার কৃষকরা রাজধানী জাকার্তাসহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ করেছেন। রপ্তানি নিষেধাজ্ঞার কারণে কৃষকদের আয় অনেকাংশে কমে গেছে। বিক্ষোভকারী কৃষকদের একটি দল জানিয়েছে, রপ্তানি নিষেধাজ্ঞার পর থেকে পাম ফলের দাম আঞ্চলিক ভাবে ৭০ শতাংশ নিচে নেমে গেছে। কৃষকদের বিক্ষোভের পরই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা জানাল দেশটির সরকার।


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরও খবর