প্রতিবাদ কিংবা ক্ষোভ যে কারণেই হোক বিষয়টি আসলেই বৈচিত্র্যপূর্ণ। বিয়ের অনুষ্ঠানে কোনো তৈজসপত্র, পোশাক কিংবা অলঙ্কার নয়, উপহার হিসেবে দেয়া হলো- ৫ লিটার সয়াবিন তেল। এই দ্রব্যমূল্যের বাজারে এই উপহার বেশ আলোচিত হয়েছে।
কুমিল্লা সদরের জগন্নাথপুর ইউনিয়নের কটকবাজার এলাকার বাসিন্দা শরিফুল ইসলামের বিয়েতে ৫ লিটার সয়াবিন তেল উপহার দেওয়ার ঘটনা ঘটেছে। শরিফুল ইসলামের বিয়েতে এমন উপহার দেন তার বন্ধুরা। এ ঘটনার কয়েকটি ছবি এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে ভাইরাল হয়েছে।
শরিফুলের বন্ধু আমিনুল ইসলাম সজিব বলেন, শরিফুলের বিয়ে হয়েছে এক মাস আগে। তখন কোন আনুষ্ঠানিকতা হয়নি। শনিবার (৭ মে) অনুষ্ঠানের আয়োজন করে তাদের দুই পরিবার। আমাদের সকল বন্ধুকেও দাওয়াত করে সে। আমরা ভাবছিলাম কি নেওয়া যায় বিয়েতে। আমাদের চিন্তা আসলো তেলের এখন লাগাম ছাড়া দাম। কেউ এটা নিয়ে প্রতিবাদও করছে না। আমরা উপহারের দামে তেলের বোতল দেব। আর এটি আমাদের নীরব প্রতিবাদও হবে। তাই আমরা এমন সিদ্ধান্ত নিই।