• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০১:৩৮ পূর্বাহ্ন
Notice
We are Updating Our Website

শিল্পী সমিতির সভাপতি হলেন ইলিয়াস কাঞ্চন, সম্পাদক জায়েদ

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২০২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে জয়ী হয়েছেন বাংলাদেশ চলচ্চিত্রের নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন এবং সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন অভিনেতা জায়েদ খান। জায়েদের থেকে ২ ভোট কম পেয়েছেন অভিনেত্রী নিপুণ৷ তার ভোট নষ্ট হয়েছে ১১টি৷

শুক্রবার (২৮ জানুয়ারি) কড়া নিরাপত্তায় সকাল ৯টা ১২ মিনিট থেকে ভোটগ্রহণ শুরু হয়ে শেষে হয় বিকাল ৬টা ১০ মিনিটে।

নির্বাচন কমিশন থেকে জানা যায়, এবারের নির্বাচনে ৪২৮ জন ভোটার ছিলেন। তার মধ্য ভোট প্রদান করেছে ৩৬৫ জন।
এবং বাতিল হয়েছে ৭টি ভোট। ভোট গ্রহণ শেষে ২ঘন্টার বিরতির পর ভোট গণনা শুরু হয় রাত ৮টার কিছুক্ষণ পর। ভোট গণনা শেষে হয় ভোর ৫টায়।

এছাড়াও নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি পদে ডিপজল ও রুবেল, সহ-সাধারণ সম্পাদক পদে সাইমন সাদিক জয়ী হয়েছেন। যুগ্ম সম্পাদক পদে জয়ী হয়েছেন অভিনেত্রী শাহানূর৷

সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মামনুন ইমন জয়ী হয়েছেন৷ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জয় চৌধুরী।

এছাড়া কার্যকরী সদস্য পদে জয়ী হয়েছেন কাঞ্চন-নিপুণ প্যানেলের ফেরদৌস, কেয়া, জেসমিন ও অমিত হাসান। এবং মিশা-জায়েদ প্যানেল থেকে অঞ্জনা, রোজিনা, অরুণা বিশ্বাস, সুচরিতা, আলীরাজ, মৌসুমী, চুন্নু।

জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে রাত সোয়া ৫টা ৪৫ মিনিটে ফলাফল ঘোষণা করেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা হারুন।

এসময় তাঁর সঙ্গে কমিশনার হিসেবে ছিলেন বি এইচ নিশান ও জাহিদ হোসেন।


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরও খবর