• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৩:২৫ অপরাহ্ন
Notice
We are Updating Our Website

মমেক হাসপাতালে করোনায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

নিজস্ব প্রতিবেদক
আপডেট : সোমবার, ২ আগস্ট, ২০২১
মমেক হাসপাতালে করোনায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে একদিনে আরো ২৩ জনের মৃত্যু হয়েছে। যা হাসপাতালটিতে সর্ব্বোচ্চ মৃত্যুর রেকর্ড। রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

সোমবার (২ অগাস্ট) সকালে গণমাধ্যমকে এসব তথ্য জানান মমেক হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন। তিনি বলেন, নিহতদের মধ্যে ৭ জন করোনা শনাক্ত হয়ে এবং ১৬ জন উপসর্গ নিয়ে মারা যান।

ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ইউনিটে ২৩০ আসনের বিপরীতে বর্তমানে ৫৩৫ জন রোগী ভর্তি আছেন৷ যা এখন পর্যন্ত সর্ব্বোচ্চ। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ২৫ জন রোগী। নতুন ভর্তি হয়েছেন ৬২ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬১ জন।

এদিকে ময়মনসিংহ জেলায় ৪ জেলায় ১ হাজার ৬১৭ টি নমুনা পরীক্ষা করে ৪৯৫ জনের শরীরে করোনার সংক্রমণ পাওয়া গেছে। শনাক্তের হার ৩৯ দশমিক ৬১ শতাংশ বলে জানিয়েছে সিভিল সার্জন দপ্তর।


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরও খবর