• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০১:৪০ পূর্বাহ্ন
Notice
We are Updating Our Website

প্রাণীদের বিষয়ে কিছু এলোমেলো ও মজার তথ্য-১৪

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শুক্রবার, ১৬ জুলাই, ২০২১
প্রাণীদের বিষয়ে কিছু এলোমেলো ও মজার তথ্য-১৪

খান হাসিব: আপনি যদি প্রাণীদের ভালবেসে থাকেন বা প্রাণী বিষয়ে যদি আপনার আগ্রহ থাকে তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্যই। একারণে আজ দৈনিক এইদিনের পাঠকদের জন্য ধারাবাহিকভাবে প্রাণীদের বিষয়ে মজাদার কিন্তু এলোমেলো কিছু তথ্য শেয়ার করছি, যা আপনার জ্ঞানকে সমৃদ্ধ করতে পারে…

১. একটি গরুর হার্ট থেকে রক্ত মাথায় পৌঁছাতে যে সময় লাগে তার চেয়ে দ্বিগুণের বেশি সময় লাগে একটি জিরাফের হার্ট থেকে মাথায় রক্ত পৌঁছাতে!

২. নীল তিমির ধমনী এত বড় যে, তার মধ্যে দিয়ে একজন মানুষ হামাগুড়ি দিয়ে চলাচল করতে পারবে!

৩. কিছু প্রজাতির কুকুরেরা পানির নিচে থাকা মৃতদেহ শনাক্ত করতে পারে!

৪. ‘থ্যাংসগিভিং’ দিবস উপলক্ষে আমেরিকায় প্রতিবছর প্রায় ৪৫ মিলিয়নের বেশি টার্কি খাওয়া হয়!

৫. তিমির বাচ্চারা প্রতিদিন গড়ে ২০০ পাউন্ড করে বৃদ্ধি পায়!

৬. বাতাসের মধ্যে থাকা ক্ষতিকর রাসায়নিক যাতে শরীরের ভেতর প্রবেশ না করতে পারে এজন্য বিড়াল এবং কুকুরের নাক সবসময় ভেজা থাকে!

৭. বিড়ালরা একশরও বেশি রকমভাবে ডাকতে পারে, যেখানে কুকুর মাত্র ১০ রকমভাবে ডাকতে পারে!

৮. যারা ঘরে বিড়াল পালেন তাদের হৃদরোগের সম্ভাবনা ৩০ শতাংশ কম থাকে!

৯. লক্ষি পেঁচারা বেশিরভাগ সময় ইঁদুরজাতীয় ছোট স্তন্যপায়ী প্রাণী শিকার করে থাকে!

১০. হাঁসের কোয়াক শব্দে ডাকের যে প্রতিধ্বনি ঘটে তা আমাদের কানে শুনতে পাওয়া অসম্ভব!

১১. বন্য প্রকৃতিতে চিতারা গড়ে প্রায় ১২ বছর বেঁচে থাকে!

১২. বর্তমানে মানব চোখ প্রতিস্থাপনে হাঙরের কর্নিয়া ব্যবহার করা হচ্ছে!

১৩. কুকুরের বুদ্ধিমত্তা দুই/তিন বছরের মানুষের বাচ্চার মত হয়ে থাকে!

১৪. প্রজাপতিদের দেহের বাইরের দিকে তাদের কঙ্কাল অবস্থিত, যা এক্সোস্কেলটন নামে পরিচিত!

১৫. মাকড়সা ভীতিকে ‘আরাকনোফোবিয়া’ বলা হয়!


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরও খবর