• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৬:০৭ অপরাহ্ন
Notice
We are Updating Our Website

হামাসের ভয়ে প্যারেড বাতিল করতে বাধ্য হল ইসরায়েল

নিজস্ব প্রতিবেদক
আপডেট : মঙ্গলবার, ৮ জুন, ২০২১
হামাসের ভয়ে প্যারেড বাতিল করতে বাধ্য হল ইসরায়েল
ইসরায়েলের যুদ্ধমন্ত্রী (বামে) ও হামাস

ডেস্ক রিপোর্ট: পবিত্র জেরুজালেম আল-কুদস শহরে বিতর্কিত প্যারেড অনুষ্ঠান বাতিল করেছে ইসরায়েলের উগ্র-ডানপন্থি গোষ্ঠী। মূলত ফিলিস্তিনির ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের হুমকির মুখে এই সিদ্ধান্ত নিয়েছে ইহুদিবাদী দেশটি।

জানা গেছে, উগ্র ডানপন্থিরা আগামী বৃহস্পতিবার কথিত পাতাকা মিছিল বের করার পরিকল্পনা করেছিল। তবে গতকাল সোমবার ইসরায়েলি পুলিশ হামাসের হামলার ভয়ে তা বাতিল করতে বাধ্য হয়েছে।

এর আগে, হামাসের অন্যতম শীর্ষ নেতা খলিল হাইয়্যা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছিলেন, পবিত্র আল-কুদস শহরে এ ধরনের পাতাকা মিছিল বা প্যারেড নতুন সংঘাত শুরুর কারণ হবে। এই হুমকির পরেই ইসরায়েলের যুদ্ধমন্ত্রী বেনি গান্তজ পতাকা মিছিল করার অনুমতি না দেয়ার কথা জানান।
সূত্র : পার্সটুডে।

 


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরও খবর