• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০১:৪২ পূর্বাহ্ন
Notice
We are Updating Our Website

বঙ্গবন্ধুর ৪ খুনির রাষ্ট্রীয় পদক বাতিলের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বুধবার, ২ জুন, ২০২১
বঙ্গবন্ধুর ৪ খুনির রাষ্ট্রীয় পদক বাতিলের সিদ্ধান্ত চূড়ান্ত

ডেস্ক রিপোর্ট: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যা মামলায় দণ্ডিত ৪ খুনির রাষ্ট্রীয় পদক ও খেতাব বাতিলের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। এই সিদ্ধান্ত দ্রুত কার্যক্রর করা হবে বলে জানিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

বুধবার (২ জুন) সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।

তারা হলেন- নূর চৌধুরী, শরীফুল হক ডালিম, রাশেদ চৌধুরী ও মোসলেহ উদ্দীন।

প্রসঙ্গত, মুক্তিযুদ্ধে অবদানের ১৯৭৩ সালে সাতজনকে বীরশ্রেষ্ঠ, ৬৮ জনকে বীর উত্তম, ১৭৫ জনকে বীর বিক্রম, ৪২৬ জনকে বীর প্রতীক উপাধি দেয়া হয়। একই বছরের ১৫ ডিসেম্বর গেজেট প্রকাশ করা হয়।

এসব খেতাবের মধ্যে নূর চৌধুরীকে বীর বিক্রম, শরীফুল হক ডালিমকে বীর উত্তম, রাশেদ চৌধুরী ও মোসলেহ উদ্দীনকে বীর প্রতীক খেতাব দেয়া হয়।


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরও খবর