• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১২:২০ অপরাহ্ন
Notice
We are Updating Our Website

করোনায় এত মৃত্যু, কবর দেওয়ার জায়গা নেই

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১
আমদাবাদে করোনায় এত মৃত্যু, কবর দেওয়ার জায়গা নেই

ভারতের আমদাবাদে কবর স্থানে জায়গা নেই। প্রতিদিনই করোনাভাইরাসে মৃত্যু বাড়ছে গুজরাটের এই শহরে।

পরিস্থিতির কথা বিবেচনা করেই আমদাবাদ শহরের প্রশাসন ক্যাথলিক বিশপের কাছে আবেদন জানিয়েছিল, যদি তিনি অনুমতি দেন দেহ দাহ করার। এই পরিস্থিতিতে আবেদনের পরিপ্রেক্ষিতে খ্রিষ্টানদের মৃতদেহ দাহ করা হলেও তার কোনও আপত্তি নেই বলে জানিয়েছেন ক্যাথলিক। বরং সুষ্ঠুভাবে সৎকার করাই এই মুহূর্তে অগ্রাধিকারের বিষয়।

ক্যাথলিক বিশপ জানান, এই সংকটের সময়ে মৃতদের প্রতি শ্রদ্ধা জানানোর শ্রেষ্ঠ উপায় হচ্ছে তাদের সৎকার সুষ্ঠু ভাবে যাতে হয়, তা নিশ্চিত করা। সেখানে কী উপায়ে সৎকার করা হচ্ছে তা এই মুহূর্তে বিবেচ্য নয়।

আমদাবাদের শ্মশানগুলিতে মৃতদেহ সৎকারের লম্বা লাইন। কবর স্থানগুলো পরিপূর্ণ। এক ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে। গুজরাতে প্রতিদিন বাড়ছে কোভিড সংক্রমণ।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরও খবর