• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০১:২০ অপরাহ্ন
Notice
We are Updating Our Website

স্বাস্থ্যবিধি মেনে মার্কেট খোলার দাবিতে সড়কে ব্যবসায়ীদের অবরোধ ও বিক্ষোভ (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক
আপডেট : সোমবার, ৫ এপ্রিল, ২০২১
স্বাস্থ্যবিধি মেনে মার্কেট খোলার দাবিতে সড়কে ব্যবসায়ীদের অবরোধ ও বিক্ষোভ
স্বাস্থ্যবিধি মেনে মার্কেট খোলার দাবিতে সড়কে ব্যবসায়ীদের অবরোধ ও বিক্ষোভ

লকডাউন শুরুর প্রথম দিন স্বাস্থ্যবিধি মেনে মার্কেট খোলা রাখার দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন ঢাকার গাউছিয়া ও নিউমার্কেট এলাকার ব্যবসায়ীরা। সোমবার (৫ এপ্রিল) বেলা পৌঁনে ১২টার দিকে বিক্ষোভ মিছিল বের করে।

এর আগে গতকাল রবিবার (৪ এপ্রিল) ঢাকার নিউমার্কেট, গাউছিয়া ও নীলক্ষেত, মিরপুর, উত্তরার দোকান মালিক ও ব্যবসায়ীরা বিক্ষোভ করেছেন। এ সময় তারা সড়ক অবরোধ করে মিছিল ও সমাবেশ করেন।

নিউমার্কেটের একজন ব্যবসায়ী আমজাদ হোসেন গণমাধ্যমকে জানান, আমরা ব্যবসায়ীদের সারা বছরের ব্যবসা হয় এই সময়ে, ঈদের আগের দুই মাসে। গত বছর আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে। এবারও যদি এই সময় মার্কেট বন্ধ থাকে, তাহলে তো আমাদের পথে বসে যেতে হবে।

এদিকে সোমবার সকালে গণপরিবহন না পেয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রায়েরবাগ বাসস্ট্যান্ড এলাকায় অবরোধ করেছেন অফিস ও কর্মস্থলগামী মানুষ। এতে ওই এলাকার সড়কে যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ সকাল সাড়ে ৯টার দিকে অবরোধকারীদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। এর আগে সকাল ৯টার দিকে তারা সড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন।

স্বাস্থ্যবিধি মেনে মার্কেট খোলার দাবিতে সড়কে ব্যবসায়ীদের অবরোধ ও বিক্ষোভ (ভিডিও)


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরও খবর