নিউজ ডেস্ক: লকডাউন নিয়ে জারি করা প্রজ্ঞাপনে বইমেলার নতুন সময়সূচি সুনির্দিষ্ট করে দিয়েছে সরকার। প্রজ্ঞাপন অনুসারে ৫ এপ্রিল, সোমবার থেকে বইমেলার সময়কাল হবে দুপুর ১২ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। সিনিয়র সহকারী সচিব জেসমিন নাহার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে আজ ৪ এপ্রিল, রবিবার দুপুরে।
এর আগে লকডাউনের খবর ছড়িয়ে পড়ার পর বইমেলা অব্যাহত থাকবে কিনা – তা নিয়ে সংশয় দেখা দিয়েছিল জনমনে। পাঠক-প্রকাশদের মধ্যেও সংশয় ছিলো। প্রজ্ঞাপনের নির্দেশনায় তা সুস্পষ্ট হলো।
করোনাভাইরাস সংক্রমণের বিদ্যমান পরিস্থিতি এবং সরকার কর্তৃক লকডাউন নির্দেশনার পরিপ্রেক্ষিতে বইমেলার সময়সূচিও নতুন করে নির্ধারণ করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত প্রতিদিন দুপুর ১২ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বইমেলা চলবে।