উৎপল দত্ত: উত্তম কুমার ফিরে আসছেন সৃজিতের ‘অতি উত্তম’ ছবিতে। কেউ হয়তো মানতে চাইবেন না, কেউ বিশ্বাস নাও করতে পারেন। কিন্তু কিংবদন্তি অভিনেতা উত্তম কুমার ঠিকই ফিরছেন এবং তিনি অভিনয় করবেন ‘অতি উত্তম’ ছবিতে।
অনিন্দ্য সেনগুপ্ত ও গৌরব চট্টোপাধ্যায়ের সাথে তাকে অন্যতম প্রধান চরিত্রে দেখা যাবে সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে। ‘কিংবদন্তি অভিনেতা উত্তম কুমারের ৫৪ টি ছবি দেখেছি। তার কথপোকথন, অভিনয়ে নিজেকে উপস্থাপন করার ধরন কতোটা পুনরুদ্ধার করা যায় তা খুঁটিয়ে দেখেছি’ – বললেন, সৃজিত মুখোপাধ্যায়।
এবার থাকছে একটি ভিএফএক্স বিস্ময়! ভিজ্যুয়াল এফেক্টস এর সংক্ষিপ্ত রুপ ভিএফএক্স। পর্দায় লাইভ অ্যাকশনের আগে কম্পিউটার জেনারেটেড ইমেজ বা সিজিআই ব্যবহার করে চরিত্রটি নির্মাণ করা হয় এই পদ্ধতিতে। পরে চরিত্রের বাস্তব আদল ও আবেদনের সাথে সঙ্গতি রেখে নির্মাতা সফটওয়্যারের সাহায্যে স্বাধীনভাবে তাকে অ্যানিমেট করেন। এভাবেই উত্তম কুমার ফিরছেন ‘অতি উত্তম’ ছবিতে।
সৃজিত মুখোপাধ্যায় উত্তম কুমারের ব্যক্তিত্বের খুঁটিনাটি পরখ করেই তার চিত্রনাট্য লিখেছেন। পর্দায় উত্তম কুমারকে বিশ্বাসযোগ্য করা, এবং তার বাস্তব উপস্থাপন সুনিশ্চিত করা সৃজিত মুখোপাধ্যায়ের লক্ষ্য।