হেফাজতে ইসলামের ডাকা দেশজুড়ে সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় মিছিল বের করছে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। ঢাকার পূর্বাঞ্চলের প্রবেশপথ সাইনবোর্ডের সানারপাড়ে সড়ক অবরোধ করেছে মাদ্রাসা ছাত্ররা।
হেফাজতের ডাকা হরতালে রাজধানীতে গণপরিবহনের সংখ্যা কম। এতে ভোগান্তিতে পড়ছেন সাধারণ যাত্রীরা। সকাল থেকে বাংলামোটর, মগবাজার ও মৌচাক এলাকা ঘুরে দেখা যায় এমন চিত্র। তবে বেড়েছে ব্যক্তিগত যান চলাচল। অফিসগামী মানুষকে হেঁটেই কর্মস্থলে যেতে দেখা গেছে। এতে ব্যাপক ভোগান্তিতে পড়েন বয়স্ক ও নারীরা।
গণমাধ্যমের সুত্রে জানা যায়, সকাল সাড়ে ছয়টার দিকে মোহাম্মাদপুর বাস স্ট্যান্ডে টায়ারে আগুন দিয়ে মিছিল করেছে প্রায় ৩০০ হেফাজত কর্মী। এদিকে হরতালের সমর্থনে বাইতুল মোকাররম, লালবাগ বিক্ষোভ করেছে হেফাজতে ইসলাম।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জস্থ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নিয়েছে হেফাজতের নেতাকর্মীরা। তাদের ডাকা হরতালে ফজরের নামাজের পর থেকে রাস্তায় টায়ার জ্বালিয়ে সড়কের শিমরাইল, মৌচাক ও সাইনবোর্ড এলাকায় অবস্থান নেন নেতাকর্মীরা।
সিদ্ধিরগঞ্জ থানা হেফাজতে ইসলামের সভাপতি মুফতি বশির উল্লাহ সকাল ৮টায় প্রশাসনের উদ্দেশ্যে বলেন, আমরা শান্তিপূর্ণভাবে আমাদের হরতাল কর্মসূচি পালন করতেছি। আপনারা আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিতে আসবেন না। বাধা দিলে পরিণতি ভয়াবহ হবে।
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের চিটাগং রোড মোড়ে সকালে পিকেটিং করেছে হেফাজত কর্মীরা। রাস্তা অবরোধ করে রাখে। ফলে যানচলাচল বন্ধ হয়ে যায়।