ডেস্ক রিপোর্ট: বিশাল আকৃতির একটি বাঘের গাছে ওঠার কথা নয়। তবু দৈত্যের মতো বাঘটি গাছে উঠেছিল বানর ধরতে। নেটে ঘুরছে চমকপ্রদ ভিডিয়োটি। দেখুন আত্মবিশ্বাস কী করে জিতিয়ে দেয়।
ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের (আইএফএস) প্রবীণ কর্মকর্তা এ সপ্তাহের শুরুতে এই ভিডিয়ো শেয়ার করেছেন, যা যথেষ্ট হাসির খোরাক হতে পারে। একটি বানর বাঘের সম্ভাব্য থাবা থেকে নিজেকে রক্ষা করতে কেমন করে তার বুদ্ধিমত্তাকে ব্যবহার করেছে, তার নমুনা এই প্রামণ্য ভিডিয়ো।
চারপাশে সব শান্ত। বাঘটি ঠান্ডা মাথায় শিকার ধরতে এগিয়ে যায়। সবকিছু পরিকল্পনা অনুসারেই ঘটছিল। হঠাৎ শিকার ফসকে যায়। বানর পালিয়ে বাঁচে কিন্ত বাঘ ফেঁসে যায়। ডালপালায় জড়িয়ে বাঘ পড়ে বিপাকে।
গাছ থেকে নামা এবার তার জন্য কঠিন হয়ে পড়ে। ডালপালা আঁকড়ে ঝুলে থাকার চেষ্টা করে কিছুক্ষণ। সে প্রচেষ্টাও ব্যর্থ হয়। বিগ ক্যাট ধপাস করে পড়ে মাটিতে।
ভিডিয়োটি ১০,০০০ এর বেশি ‘ভিউ’ হয়। ১,৩০০ জন পছন্দ করে। একজন প্রবীণ ব্যক্তি মন্তব্য করেন, দুর্বলতা নয়, প্রকৃত শক্তি সম্পর্কে সচেতন থাকা এবং তার ব্যবহারই উত্তম। সূত্র: এনডিটিভি