ডেস্ক রিপোর্ট: রাজধানীসহ দেশের কয়েকটি জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করার জন্য প্রয়োজনীয় সংখ্যক বিজিবি সদস্য মোতায়েন করা হয়।
বিজিবির পরিচালক (অপারেশন্স) লেফটেন্যান্ট কর্নেল ফয়জুর রহমান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে প্রয়োজনীয় সংখ্যক বিজিবি মোতায়েন করা হয়েছে। তারা বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করবেন।
এদিকে সন্ধ্যার পর রাজধানীর কয়েকটি এলাকায় বিজিবি সদস্যদের টহল দিতে দেখা গেছে।
এর আগে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে শুক্রবার দুপুরে রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় সংঘর্ষ হয়। এরপর সেই বিক্ষোভ ছড়িয়ে পড়ে চট্টগ্রামের হাটহাজারি, ব্রাহ্মণবাড়িয়াসহ আরও কয়েকটি জেলায়। এসব সংঘর্ষে পাঁচজনের মৃত্যু হয়। এরপর রাতে সংবাদ সম্মেলন করে শনিবার সারাদেশে বিক্ষোভ এবং রোববার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
এরপরই বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়।