• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০২:৪৩ অপরাহ্ন
Notice
We are Updating Our Website

রাজধানীর বায়তুল মোকাররমের সামনে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শুক্রবার, ২৬ মার্চ, ২০২১
রাজধানীর বায়তুল মোকাররমের সামনে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ
রাজধানীর বায়তুল মোকাররমের সামনে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ সফরকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয়েছে বায়তুল মোকাররম এলাকা। জুমার নামাজের পর ইসলামি দলগুলো জুতা মিছিল বের করে। পুলিশ বাধা দিলে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া।

জানা গেছে, নামাজ শেষে ইসলামী দলগুলোর নেতাকর্মীরা জুতা ও লাঠিসোটা হাতে নিয়ে মোদি বিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকে। পরে তারা রাস্তায় বের হতে চাইলে পুলিশ বাধা দেয়। বিক্ষাভকারীরা পুলিশকে ইটপাটকেল নিক্ষেপ করে।

এসময় বিক্ষোভকারীরা বেশ কয়েকটি গাড়ি ভাংচুর ও আগুন দেয়। পুলিশ সঙ্গে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অবস্থান নেয়। পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পুলিশসহ প্রায় ২০ জন আহত হয়েছে। দুজন সাংবা‌দিকসহ বেশ কজন আহত হয়েছেন।


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরও খবর