• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১১:০৮ পূর্বাহ্ন
Notice
We are Updating Our Website

জাতীয় স্মৃতিসৌধে নরেন্দ্র মোদির শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শুক্রবার, ২৬ মার্চ, ২০২১
জাতীয় স্মৃতিসৌধে নরেন্দ্র মোদির শ্রদ্ধা - দৈনিক এইদিন

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষের অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় পৌঁছেছে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর সাভার জাতীয় স্মৃতিসৌধে স্বাধীনতার বীর শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন তিনি।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানমালায় যোগ দিতে ঢাকায় এসে হযরত শাহজালাল বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে শুক্রবার (২৬ মার্চ) সরাসরি স্মৃতিসৌধ স্থলে আসেন তিনি।

এর আগে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতি ভালোবাসায় ও স্বাধীন বাংলাদেশের সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে দুই দিনের সফরে ঢাকায় পৌঁছান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শুক্রবার বেলা ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নরেন্দ্র মোদি ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবেন। বিকালে জাতীয় প্যারেড স্কয়ারে স্বাধীনতা দিবসের জাতীয় অনুষ্ঠানে তিনি যোগ দেবেন।

এর আগে শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে তিনি ঢাকায় আসার আগের একটি ছবি শেয়ার করেন।

শেয়ার করা ওই ছবির ক্যাপশনে মোদি লিখেছেন, ‘ঢাকার জন্য রওনা হলাম। এই ভ্রমণ বাংলাদেশ ভারতের বন্ধুত্ব আরও গভীরতর করবে।’


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরও খবর