স্পোর্টস ডেস্ক: জন্মদিনের সকাল। সাতসকালে বাসায় কেক কেটে সাকিব সোজ চলে এসেছেন প্রিয় মাঠে। জন্মদিনে সঙ্গে ছিলেন বোন। সাকিবের পরিবার এখন যুক্তরাষ্ট্রে। গত সপ্তাহে সাকিব তৃতীয় সন্তানের বাবা হয়েছেন।
সাত সকাল মিরপুর শের-ই-বাংলায় সাকিব আল হাসান। ব্যাট-প্যাড নিয়ে তার ঠিকানা মিরপুরের ইনডোর। সেখানে সাকিবের এক ঘণ্টার ব্যাটিং অনুশীলন। চড়া রোদে ঘাম-ঝরানো অনুশীলন বলে দিচ্ছিল সামনে কঠিন পরীক্ষা। তার প্রস্তুতি নিচ্ছেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার।
ভাবনা জুড়ে আছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ -আইপিএল । তাই ৩৪তম জন্মদিনের সকালে মিরপুরে তার আইপিএলের প্রস্তুতি শুরু। গ্রোয়েনের ইনজুরি নিয়ে গত মাসে সাকিব মাঠের বাইরে যান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে চোট পান। এরপর আর মাঠে ফেরা হয়নি। দীর্ঘদিন পর ব্যাট নিয়ে সাকিব নামলেন মাঠে। জন্মদিনের সকালে।
সাকিবের দ্বিতীয় কন্যা ইরাম হাসানের জন্ম হয় ২০২০ সালের ২৪ এপ্রিল। এই বছরের প্রথম দিন স্ত্রী শিশিরের একটি ছবি প্রকাশ করে তৃতীয় সন্তানের ইঙ্গিত দেন। তাদের প্রথম সন্তান আলায়ানা হাসান অব্রির জন্ম হয় ২০১৫ সালের ৯ নভেম্বর।২০১২ সালের ১২.১২.১২ তারিখে উম্মে আহমেদ শিশিরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সাকিব।
প্রিয় পরিবার রয়েছে যুক্তরাষ্ট্রে। জন্মদিনের সকালে বোনের সাথে কেক কেটে নেমে এসেছেন মাঠে। সামনে আইপিএল এর হাতছানি। চৈত্রের রোদে ঘাম ঝড়িয়ে জন্মদিনেই প্রস্তুতিপর্ব শুরু করলেন সাকিব।