• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১১:৪৯ পূর্বাহ্ন
Notice
We are Updating Our Website

ক্ষেতের কাঁচা ধান কেটে রেখে গেল দুর্বৃত্তরা!

নিজস্ব প্রতিবেদক
আপডেট : মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১
ক্ষেতের কাঁচা ধান কেটে রেখে গেল দুর্বৃত্তরা!

ডেস্ক রিপোর্ট: যশোরের কেশবপুর উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে এক কৃষকের ক্ষেতের ধানগাছ কেটে পা দিয়ে মাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠছে। এ ঘটনায় রবিউল ইসলাম নামের ওই কৃষক মঙ্গলবার দুপুরে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

এলাকাবাসী ও থানা সূত্রে জানা গেছে, উপজেলার আওয়ালগাতী গ্রামের মোকাম আলী মোড়লের সঙ্গে বহু বছর ধরে একই গ্রামের শাহাদাৎ আলী মোড়লের জমি সংক্রন্ত বিরোধ চলে আসছে। পূর্বপুরুষের ধারাবাহিকতায় মোকাম আলীর ছেলে কৃষক রবিউল ইসলামের সঙ্গে শাহাদাৎ আলীর ছেলে জব্বার আলীর বিভিন্ন বিষয় নিয়ে প্রকাশ্যে শত্রুতা শুরু হয়। তারই অংশ হিসেবে মঙ্গলবার ভোরে আওয়ালগাতী বিলে খালের ধারে মাছের ঘেরের ভেতরে কৃষক রবিউল ইসলামের ৪ শতক জমির ধানগাছ কেটে ও পা দিয়ে মাড়িয়ে দেয় জব্বার আলীর লোকজন। এসময় ক্ষতিগ্রস্ত কৃষক বাধা দিতে গেলে তাকে মারপিট করে খুনের হুমকি দিয়ে চলে যায় দুর্বৃত্তরা।

তবে অভিযুক্ত জব্বার আলী অভিযোগ অস্বীকার করে বলেন, রবিউল ইসলাম আমাকে ফাঁসানোর জন্য নাটক করছে।

অভিযোগের তদন্ত কর্মকর্তা কেশবপুর থানার উপ-পরিদর্শক অরুপ কুমার বসু বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরও খবর