• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০২:৫২ পূর্বাহ্ন
Notice
We are Updating Our Website

সিলেটের গজুকাটা সীমান্তে মসজিদ পুনর্নির্মাণে বিএসএফের বাধা

নিজস্ব প্রতিবেদক
আপডেট : মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১
সিলেটের গজুকাটা সীমান্তে মসজিদ পুনর্নির্মাণে বিএসএফের বাধা

ডেস্ক রিপোর্ট: সিলেটের বিয়ানীবাজার উপজেলার গজুকাটা সীমান্তে ২০০ বছরের একটি প্রাচীন মসজিদ পুনর্নির্মাণে বাধা দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এরপর বিএসএফ সীমান্তের নো ম্যানস ল্যান্ডে বাঙ্কার বসিয়ে অবস্থান নিয়েছে। বিএসএফের এ অবস্থানের কারণে পাল্টা অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সমস্যা সমাধানে আজ মঙ্গলবার বিকেল ৫টায় পতাকা বৈঠকে বসার কথা রয়েছে বিজিবি ও বিএসএফের।

বিজিবির ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহ আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ভারত সীমান্তে অবস্থিত ওই প্রাচীন মসজিদটির পুনর্নির্মাণ কাজে বাধা দেয় বিএসএফ। এরপর তারা বিধি বহির্ভূতভাবে ১৫০ গজের ভিতরে নো ম্যানস ল্যান্ডে বাঙ্কার নির্মাণ করে অবস্থান নিয়েছে।’

তিনি আরও বলেন, ‘সেখানে বিএসএফের অবস্থানের কারণে বিজিবিও সীমান্তে অবস্থান নিয়েছে। বিষয়টি সমাধানে বিকেল ৫টায় পতাকা বৈঠক বসবে।’

বিয়ানীবাজারের দুবাগ ইউনিয়নের সীমান্তবর্তী গজুকাটা এলাকায় সীমান্তের ১৩৫৭নং পিলারের বাংলাদেশ অংশে প্রায় ২০০ বছরের প্রাচীন এই মসজিদটির অবস্থান। মসজিদের ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় সম্প্রতি মসজিদটি পুনর্নির্মাণের উদ্যোগ নেয় এলাকাবাসী।

দুবাগ ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস ছালাম বলেন, ‘বিএসএফের আগের অধিনায়কের সময়ে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক করে মসজিদটির পুনর্নির্মাণের বিষয়ে আলোচনা করে। তারপর মসজিদের কাজ শুরু হয়। কিন্তু বিএসএফের ওই অধিনায়ক বদলি হয়ে যাওয়ার পরই তারা নির্মাণকাজে বাঁধা দিচ্ছে।’


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরও খবর