বিনোদন ডেস্ক: ছোট হোক বা বড় সকল পর্দায় চরিত্র নিয়ে খেলতে ভালোবাসেন স্বস্তিকা মুখার্জি। আল্প কিছুদিন হলো তিনি যুক্ত হয়েছেন ওয়েবসিরিজের জগতে। বিভিন্ন ওয়েব সিরিজে অভিনয়ের ভিন্নতা এবং জাদু দেখিয়ে মন জয় করে নিয়েছেন তার অগণিত ভক্তদের। স্বস্তিকা থাকা মানেই সিরিজের মূল আকর্ষণ তাকে ঘিরে। আর সঙ্গে যদি থাকেন পরিচালক কমলেশ্বর মুখার্জি তাহলে তো সোনায় সোহাগা।

এবার এমনটাই হয়েছে হইচইয়ের নতুন ওয়েব সিরিজ ‘মোহমায়া’তে। রহস্য ও রোমাঞ্চে ঘেরা এই সিরিজটির পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়। গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন সাহানা দত্ত। স্বস্তিকার সঙ্গে ‘মোহমায়া’য় আরও অভিনয় করেছেন অনন্যা চট্টোপাধ্যায় ও বিপুল পাত্র। সম্প্রতি সিরিজের ট্রেলার প্রকাশ পেয়েছে।

দুই নারীর জীবনের গল্প নিয়ে এগিয়েছে ‘মোহমায়া’-র গল্প। এতে দেখা যাবে, দীপাবলির আগেই মাকে ছেড়ে চলে গেছে ছেলে। যে আর ফিরে আসেনি। ঘটনার বেশ কয়েক বছর পর ছেলের মতোই কেউ একজন ফিরে আসে মায়ের কাছে। গল্পটি রহস্য ও রোমাঞ্চে ঘেরা। অতীতের মায়া, ভবিষ্যতের মোহের লড়াই নিয়ে উঠে আসবে এমনই গল্প।
ভারতীয় গণমাধ্যমে সিরিজ প্রসঙ্গে স্বস্তিকা বলেছেন, আমার প্রতিটা প্রজেক্টেই দর্শকদের আমি একটু আলাদা কিছু দিতে চাই। মোহমায়া এমনই একটি গল্প। আমি চাই মানুষ এই ওয়েব সিরিজটি দেখুক। হইচইয়ে মুক্তি পাচ্ছে এটি। এরইমধ্যে এই ওয়েব প্ল্যাটফর্ম বিশ্বজুড়ে বিপুল সংখ্যক দর্শকদের কাছে পৌঁছে গিয়েছে। যা একজন শিল্পীর ক্ষেত্রে সত্যিই বড় ব্যাপার।
ওয়েব সিরিজের ট্রেলার:-