• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০২:৩১ অপরাহ্ন
Notice
We are Updating Our Website

নাইজারে বন্দুকধারীদের হামলায় নিহত ৫৮ জন

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বুধবার, ১৭ মার্চ, ২০২১
নাইজারে বন্দুকধারীদের হামলায় নিহত ৫৮ জন - দৈনিক এইদিন

আন্তর্জাতিক ডেস্কঃ আফ্রিকার মালি সীমান্তঘেঁষা নাইজারের বানিবানগৌ এলাকার গবাদিপশুর বাজার থেকে ফেরার পথে বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ৫৮ জন নিহত হন।

স্থানীয় সময় সোমবার তিলাবেরি অঞ্চলে একটি হাট থেকে বাড়িফেরা লোকজনকে বহন করা চারটি গাড়িতে এলোপাতাড়ি গুলি ছোড়ে বন্দুকধারীরা। এতে এই হতাহতের ঘটনা ঘটেছে। এ মর্মান্তিক ঘটনায় তিন দিনের শোক ঘোষণা করেছে দেশটির সরকার।

দেশটির সরকারের বরাতে বিবিসি ও বার্তা সংস্থা এএফপি এমন খবর দিয়েছে। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।

সূত্র জানায়, এখন পর্যন্ত নাইজারে দুটি জিহাদি গোষ্ঠী রয়েছে। একটি মালি ও বুরকিনা ফাসোর সীমান্তে, আরেকটি নাইজেরিয়া সীমান্তে।

এক বিবৃতিতে নাইজার সরকার বলছে, ‘বানিবাঙ্গু হাট থেকে চিনেদোগার ও দারি-দায়ি গ্রামে ফেরা লোকজনকে বহনকারী চারটি গাড়ি আটকে এলোপাতাড়ি গুলি করে একটি সশস্ত্র গোষ্ঠী। এতে ৫৮ জন নিহত ও একজন আহত হয়েছেন। এ ছাড়া দুটি গাড়ি আগুনে ভস্মীভূত করে দেওয়া হয়েছে। আর দুটি জব্দ করে নিয়ে গেছে।’


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরও খবর