• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১২:২২ অপরাহ্ন
Notice
We are Updating Our Website

শনিবার যেভাবে সময় কাটালো টাইগাররা

নিজস্ব প্রতিবেদক
আপডেট : রবিবার, ১৪ মার্চ, ২০২১
শনিবার যেভাবে সময় কাটালো টাইগাররা

স্পোর্টস ডেস্ক: শনিবার (১৩ মার্চ) বেশ ফুরফুরে মেজাজে সময় কাটিয়েছেন টাইগাররা। নিউজিল্যান্ডে দুই দিন অনুশীলনের পর এদিন ছুটি কাটিয়েছেন ক্রিকেটাররা।

কুইন্সটাউনে জেট বোটিং করেছে বাংলাদেশ ক্রিকেট দল। আর কুইন্সটাউন হিলে বাঞ্জি জাম্পিং করেছেন তাসকিন আহমেদ। এর আগে ক্রাইস্টচার্চে কোয়ারেন্টিন সেন্টারে শুরুর দিনগুলো কাটাতে হয়েছে ঝিমিয়েই। কুইন্সটাউনের সৌন্দর্যে তাই যেন দিশেহারা ক্রিকেটাররা। বন্ধ জানালা খুলে বুক ভরে অক্সিজেন নিতে পারার গুরুত্ব এর চেয়ে ভালোভাবে কী আর উপলব্ধি করা যায়!

২০ মার্চ শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে ক্রিকেটার সত্ত্বার স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ চাই। নইলে নিজেদের মাটিতে ভয়ঙ্কর কিউইরা গুড়িয়ে দেবে টাইগার শিবির। তাই মানসিকভাবে থাকা চাই শান্ত। নাজমুল হোসেন শান্ত সেটা বোঝেন নিশ্চয়ই। তাই আপাতত জেট বোটিংটা উপভোগ করছেন। জলধারায় এগোতে থাকে স্পিডবোট। মিরাজ-সাইফউদ্দিনরাও যেনো আমুদে নাবিক।

এদিকে সবাইকে ছাড়িয়ে তাসকিন আহমেদ। পাহাড়ের সামনে ছবি তোলা আর বোটিংয়েও মন ভরেনি তার। বাঞ্জি জাম্পিংটাও তাই বাদ রাখলেন না। ছবির মতো সুন্দর কুইন্সটাউনে শূন্যে ভেসেছেন। হাত তুলে জানিয়েছেন- পেরেছি, যা করতে চেয়েছি। মাঠের লড়াইয়েও মনের ভয়কে উতরে যেতে চাইবে টাইগাররা।


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরও খবর