আন্তর্জাতিক ডেস্কঃ কোভিড-১৯ মহামারীতে বিপর্যস্ত ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় দুই হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। গত এক বছরেরও বেশি সময় ধরে করোনা দাপট দেখালেও একদিনে এত সংখ্যক মৃত্যু হয়নি দেশটিতে।
স্থানীয় সময় গত বুধবারই ২২৮৬ জনের মৃত্যু হয়েছে দেশটিতে। এদিন ৭৯ হাজার ৮৭৬ জনের শরীরে করোনা ভাইরাস ধরা পড়ে, এটি একটি রেকর্ড। একই দিনে সর্বোচ্চ মৃত্যু ও সংক্রমণের ঘটনা ঘটল দেশটিতে।
এ নিয়ে দেশটিতে দুই লাখ ৬৮ হাজার ৩৭০ জন করোনা আক্রান্ত হয়েছেন।