বিনোদন ডেস্ক: রচনা ব্যানার্জী, টালিউডের জনপ্রিয় অভিনেতা কভিড টিকার প্রথম ডোজ নিয়েছেন ৮, ফেব্রুয়ারি। ৮ ফেব্রুয়ারি ছিলো আন্তর্জাতিক নারী দিবস।মা ও মেয়ে একসাথে একটি হাসপাতালে কভিড টিকার প্রথম ডোজ নেন। মা-মেয়ে টিকা নিলেও বাবা এখনও নেননি। টিকা নেয়ার পরিকল্পনা ও অভিজ্ঞতা সম্পর্কে খোলাখুলি মতও বিনিময় করেন রচনা ব্যানার্জি।
কয়েকজন চিকিৎসক বন্ধু তাকে পরামর্শ দিয়েছিলেন বাবা-মা’র সঙ্গে এবার তার টিকা নেয়ার চূড়ান্ত সময় এসেছে। মা আগ্রহ প্রকাশ করলেও বাবা একটু অনিচ্ছুক ছিলেন। আরেকটু সময়ের জন্য অপেক্ষা করছিলেন তার বাবা, ই টাইমস কে বলেন রচনা ব্যানার্জী।
আন্তর্জাতিক নারী দিবসে মা ও মেয়ে একসাথে কভিড টিকার প্রথম ডোজ নেন। বাবা এই মুহূর্তে টিকা নিলে তিনি স্বস্তি বোধ করতেন। শ্যুট ও শো’র জন্য তাকে বাইরে যেতে হয়। অনুষ্ঠান নিয়ে ব্যস্ত থাকতে হয়। তাই ভ্যাকসিন নিয়ে ভালোই হয়েছে। রচনার মা সামান্য জ্বরে ভুগছেন। রচনা খানিক ঝিমুনি – ‘ডিজি’ – অনুভব করছেন। কিন্তু ডাক্তাররা আশ্বস্ত করেছেন, এসব তাড়াতাড়িই চলে যাবে।
৮ মার্চ ছিলো আন্তর্জাতিক নারী দিবস। এই দিনের সাথে তার টিকা নেয়ার কোন সম্পর্ক আছে কিনা জানতে চাওয়া হলে, রচনা সাফ জানিয়ে দেন, না। ‘একটি দিনই আমাকে নারীদিবস হিসেবে দেয়া হচ্ছে কেন?’, রচনার পাল্টা প্রশ্ন। তিনি তার অনুভূতি জানান, তার কাছে প্রতিটি দিন একটি নারীর দিন। প্রতিটি দিবসই নারী দিবস।
একটি নির্ধারিত দিন নয়, বছরের ৩৬৫ দিন প্রতিটি নারী তাদের দিবস হিসেবে উপভোগ করুক।