বিনোদন ডেস্ক: সম্প্রতি একটি বিজ্ঞাপন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বিজ্ঞাপন হলেও এটি সবার জন্য একটি শিক্ষনীয় বিষয়। প্রত্যেক বাবা-মারই উচিত এই বিজ্ঞাপনটি দেখা। ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভিডিওটি ভাইরাল হয়েছে। তাতে দেখানো হয়েছে, আজকাল সন্তান কে ফোন দিয়ে মা-বাবা মুক্ত হয়ে যায়। সন্তানকে সময় দেয় না, সঠিকভাবে যত্ন নেয় না, এতে প্রকারন্তেরে সন্তানের মানসিক ও শাররীক ক্ষতির দিকে ঠেলে দেওয়া হচ্ছে। তাই সময় থাকতে শিশুদের মনো-দৈহিক বিকাশে বিজ্ঞানসম্মত উপায়ে পরিচর্যা করা উচিত।
উক্ত বিজ্ঞাপন দেখে অনেকেই অনেক মন্তব্য করেছেন।
একজন লিখেছেন, হৃদয় ছোঁয়ে গেলো, প্রত্যেকটা মা বাবার উচিত সন্তানকে কাজের ফাঁকে সময় না দিয়ে বরং সন্তানকে সময় দেওয়ার ফাঁকে কাজ করা।
আবার আরো একজন লিখেছেন, আমরা সবাই নিজ নিজ কাজে বিজি।। সে কারণে সন্তানকে যে জিনিস দিয়ে ভোলানো যায় আজকের বাবা-মায়েরা আমরা সে কাজই করি। যেমনঃ ফোন দিয়ে ভোলানো হয়, তাদেরকে এই পৃথিবীর সাথে পরিচয় করিয়ে দেওয়ার মতোও কোনো বাবা- মা বা পরিবারের কারোর সময় থাকে না। আজকের দুনিয়া এমনই হয়ে পড়ছে দিন দিন।