গাঁজার প্রদর্শনী।
ক্যানাবিস এক্সিবিশন।
থাইল্যান্ডের নাগরিক প্রবল উৎসাহ নিয়ে গাঁজার মেলা ঘুরে এলো।
থাইল্যান্ড সরকার সম্প্রতি নতুন ফসল উৎপাদনের প্রতি জোর দিয়েছে। এই নতুন ফসল ফলানোর অংশ হিসেবে এসেছে গাঁজা বা ক্যানাবিস। উদ্ভিদের প্রতি আগ্রহ ও চাহিদা বেড়েছে থাইল্যন্ডে। সরকার খাদ্য ও প্রসাধনীতে গাঁজার ব্যবহার উন্মুক্ত ঘোষণা করে।
হেম্প বা গাঁজার ফাইবার খাদ্য ও প্রসাধনীতে ব্যবহৃত হয়।
গাঁজার ব্যবহার ও ব্যবসা প্রসারের লক্ষ্যে জনসাধারণকে প্রশিক্ষিত করা প্রয়োজন। সরকার উত্তর-পশ্চিম থাইল্যান্ডের বুরিরাম প্রদেশে প্রশিক্ষণের লক্ষ্যকে সামনে রেখে সম্মেলনেরও আয়োজন করেছে।
লোকজন গাঁজার আঁশ যুক্ত পানীয়ের স্বাদ উপভোগ করতে পারবে। নুডুলস ও আইসক্রিমও তালিকায় আছে যার মধ্যে থাকবে হেম্প বা গাঁজা।
গাঁজার গল্প: গাঁজাখুরি নয়
গাঁজার সিবিডি বা ক্যানাবাইডিয়ল এর ঘনত্ব বেশি। টিএইচসি বা টেট্রাহাইড্রোকানাবিনোল এর মাত্রা কম। এই উপাদানটি মানসিকভাবে উত্তেজক। সিবিডি-তে বিষক্রিয়া নেই অর্থাৎ নন-টক্সিকেটেড। এর সক্রিয় স্বাস্থ্যগত উপকারিতা রয়েছে। বিশেষ করে প্রদাহ ও বিষণ্ণতা প্রতিরোধ করে। টেট্রাহাইড্রোকানাবিনোল বা টিএইচসি মানসিক উত্তেজনা বাড়ায়। গাঁজায় টিএইজসি কম থাকে।
স্বাস্থ্যগত ও অর্থনৈতিক উভয় দিক থেকে গাঁজা জীবনযাত্রার মানকে উন্নত করতে পারে – থাইল্যান্ডের বুরিরাম প্রদেশে জনস্বাস্থ্যের পরিচালক এ কথা বলেন।
‘আমাদের দেশ ও জীবনকে জিনিসটি ভালো মানসম্পন্ন করবে’, জনস্বাস্থ্য পরিচালক বলেন।
সরকার প্রধান ফসল হিসেবে গাঁজা উৎপাদনে জোর দিচ্ছে। থাইল্যান্ডের সরকারি ফার্মাসিউটিক্যাল সংস্থা জানায়, গাঁজার সিবিডি যা মানসিক উত্তেজনাবিহীন। গাঁজার ১২% সিবিডি উপাদান ব্যবহার করবে ফার্মাসিউটিক্যাল সংস্থা। এই উদ্দেশ্যে তারা ৪৫,০০০ বাট (১,৫০০ ডলার) গাঁজা কিনবে।
থাইল্যান্ডের ক্যানাবিস ঐতিহ্য
থাইল্যান্ডে ব্যথা উপশম এবং ক্লান্তি দূর করার জন্য গাঁজা ব্যবহার করার ঐতিহ্য রয়েছে। এর আগে কৃষিতে আয় বাড়ানোর জন্য ২০১৭ সালে চিকিৎসা এবং গবেষণায় ব্যবহারের জন্য গাঁজা উৎপাদনে বৈধতা দেওয়া হয়েছিল।
বিষয়টি ‘থাইসদের’ – একটি নুডল শপের মালিক মতামত প্রকাশ করেন, গাঁজার সাথে ‘থাইস’ (থাইল্যান্ডের নাগরিক) মানসিকভাবে অভ্যস্ত। গরুর মাংসের সাথে গাঁজা যুক্ত হলে সুস্বাদু নুডুলস হতে পারে।
জিনিসটি (গাঁজা) কেবল আমাদের রেস্তোঁরা ব্যবসায়কেই বাড়িয়ে তুলবে না, তা আমাদের অর্থনীতিকে গতিশীল করবে। লোকেরা এটি খাদ্য থেকে প্রসাধনী পর্যন্ত চেষ্টা করতে চাইবে। গাঁজা অর্থকরী ফসল ও স্বাস্থ্য সুরক্ষকারী।
খাদ্য ও প্রসাধনীতে গাঁজার ব্যবাহার নিয়ে থাইল্যান্ড এর নাগরিকরা প্রবল উৎসাহী।
উৎপল দত্ত
০৯/০৩/২০২১