প্রায় সব সংগঠনই আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা জানাচ্ছে । এবং সেই কাতারে যুক্ত হয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলও (আইসিসি)। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের পেইজগুলোর কভারে নানা দেশের নারী ক্রিকেটারদের ছবি দিয়ে শুভেচ্ছা জানিয়েছে তারা। তবে সেই ছবিতে বাংলাদেশের কারো জায়গা হয়নি।
আইসিসির পোস্ট করা ছবিতে ভারত, ইংল্যান্ড, পাকিস্তান, শ্রীলংকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের নারী ক্রিকেটারদের ছবি রাখা হয়েছে। বাদ পড়ার তালিকায় অবশ্য বাংলাদেশই একা নয়। টেস্ট খেলুড়ে দলগুলোর ভেতর আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে ও আফগানিস্তানকেও সেখানে রাখা হয়নি।
আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশ নারী ক্রিকেট দল খুব বেশি সুবিধাজনক অবস্থানে নেই। তবে এশিয়ান ক্রিকেটে বেশ জোরেশোরেই নিজেদের অস্তিত্ব জানান দিচ্ছে জাহানারা-সালমারা। এশিয়া কাপের সর্বশেষ আসরে শক্তিশালী ভারতকে হারিয়ে দেশের ক্রিকেট ইতিহাসেই প্রথম কোনো বহুজাতিক টুর্নামেন্টের শিরোপাটা ঘরে এনেছিলেন তারা।
চলতি বছর নারী ক্রিকেট নিয়ে পরিসর বাড়াতে যাচ্ছে আইসিসি। এবারই প্রথম আয়োজিত হবে নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। এই আসরের স্বাগতিক বাংলাদেশ। সেই বাংলাদেশকেই নারী দিবসের শুভেচ্ছায় রাখেনি বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। যা নিয়ে দেশের ক্রিকেট অনুরাগীদের ভেতর দেখা দিয়েছে কিছুটা ক্ষোভ।