স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতেও নারীরা নিরাপদ নয় মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অধিকার আদায়ের কথা যারাই বলছে তারাই নির্যাতনের শিকার হচ্ছে। সোমবার (০৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত শোভাযাত্রার শুরুতে সংক্ষিপ্ত সমাবেশে এ কথা বলেন তিনি।
গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলেই কেবল নারী অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব বলেও মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, এ সরকারের পতনের জন্য আন্দোলনের বিকল্প নেই। এ সরকার মানুষের সব ধরনের স্বাধীনতা হরণ করেছে। মানুষের বাক-স্বাধীনতা হরণ করেছে। গণতন্ত্রের মৌলিক অধিকারকে হরণ করেছে।
তিনি আরও বলেন, যা কিছুই হয়েছে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্ব থেকেই করা হয়েছে। আজকে ৫০ বছর পরেও আমরা এ কথা বলতে পারি না যে, আমরা স্বাধীন। আমাদের মা-বোনেরা নিরাপদে চলাচল করতে পারে না। তাই আমরা বলতে পারি না আমরা স্বাধীন। এই সরকার সকলের বাক স্বাধীনতাকে হরণ করে নিয়েছে। জনগণের মৌলিক অধিকারকে হরণ করেছে।
সুত্র: ডিবিসি ও সময় নিউজ