• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০১:০৪ পূর্বাহ্ন
Notice
We are Updating Our Website

ডলারের মান কমায় টানা পাঁচদিন ধরে লেবাননে বিক্ষোভ অব্যাহত

নিজস্ব প্রতিবেদক
আপডেট : রবিবার, ৭ মার্চ, ২০২১
ডলারের মান কমায় টানা পাঁচদিন ধরে লেবাননে বিক্ষোভ অব্যাহত

আন্তর্জাতিক ডেস্কঃ ডলারের বিপরীতে লেবানিজ মুদ্রার মান আশঙ্কাজনক হারে কমে যাওয়ায় টানা পাঁচদিন ধরে লেবাননে বিক্ষোভ অব্যাহত রয়েছে। লেবাননের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হাসান দিয়াব দায়িত্ব পালন করা থামিয়ে দেওয়ার হুমকি দেওয়ার পর বিক্ষোভ আরো জোরদার হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, টায়ার ও আসবাবাপত্রের টুকরায় আগুন ধরিয়ে দিয়ে সড়ক অবরোধ করে রেখেছেন বিক্ষোভকারীরা।

অর্থনৈতিক সঙ্কট ও বেকারত্বের প্রতিবাদে বৈরুতে রাস্তায় নেমে আসেন শত শত মানুষ। মূলত ডলারের বিপরীতে লেবানিজ মুদ্রার মান আশঙ্কাজনক হারে কমে যাওয়ার জেরে এই বিক্ষোভের সূত্রপাত।

লেবাননের রাজধানীতে ব্যাংকিং সমিতির সামনে বিক্ষোভকারীদের একটি ছোট্ট দল তাদের আমানত পাওয়ার দাবি জানিয়েছে। নিজেদের ক্ষোভ ও হতাশা প্রকাশের জন্য তারা সেখান থেকে পার্লামেন্ট ভবনের দিকে হাঁটা দেয়।

আল-জাজিরার ওই প্রতিবেদনে বলা হয়েছে, বৈরুতের মার্টারস স্কয়ারে অন্তত ৫০ জন বিক্ষোভকারী টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান।

একজন বিক্ষোভকারী কেঁদে কেঁদে বলেন, আমাদের প্রত্যেকের ঘাড়ের ওপর চার-পাঁচজন সন্তানের ভরণপোষণের দায় আছে। এছাড়া পরিবারে বাবা-মা তো আছেই। তাদের (দুর্নীতিবাজ রাজনীতিবিদ) উচিত আমাদের খাওয়ানোর দায়িত্ব নেওয়া।


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরও খবর