ডেস্ক রিপোর্ট: করোনার বিভিন্ন টিকা আবিষ্কার হলেও এখনো স্বস্তিতে নেই বিশ্ববাসী। এরই মধ্যে বিশ্বে শুরু হয়েছে করোনার সেকেন্ড ওয়েভ বা দ্বিতীয় ঢেউ। বৈশ্বিক মহামারির তাণ্ডবে এখনো বিপর্যস্ত পৃথিবী।
বিশেষজ্ঞদের মতে, ইউরোপে করোনার যে নতুন ধরন মিলেছে, তা আগের করোনাভাইরাস থেকে অনেকটা শক্তিশালী। মহামারি করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৬ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৪৪১ জনে। এছাড়া একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও আরও ৬৩৫ জনের শরীরে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত দাঁড়াল ৫ লাখ ৪৯ হাজার ১৮ জন।
শুক্রবার (০৫ মার্চ) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরও ৬৭৯ জন। মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ১ হাজার ১৪ জন।
এর আগে বৃহস্পতিবার (৪ মার্চ) দেশে আরও ৬১৯ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান ৭ জন।