বিনোদন ডেস্কঃ গত ১৫ ফেব্রুয়ারি কাজল আরেফিন অমি পরিচালিত নাটক ‘ফিমেল’ মোশন রক এন্টারটেইনমেন্ট চ্যানেলে প্রকাশ হয়। প্রকাশের পর থেকে ২ মার্চ পর্যন্ত নাটকটি ৬ মিলিয়ন দর্শক দেখেছেন।
নাটকট নির্মিত হয়েছে শহরের একটি মহল্লায় এক মেয়ের জন্য পুরো মহল্লার ছেলেদের মধ্যে কাড়াকাড়ি, দ্বন্দ্ব, সংঘাত আর বিবেকবোধের গল্প নিয়ে।
মেয়েটির চরিত্রে অভিনয় করেছেন সানজানা সরকার রিয়া। অন্যান্য চরিত্রে ছিলেন- মিশু সাব্বির, জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, চাষি আলম, সুমন পাটোয়ারি, শরাফ আহমেদ জীবন, শিমুল শর্মা, মুসাফির বাচ্চু প্রমুখ।
মূলত নাটকটি প্রকাশ হওয়ার কয়েক দিন আগে এটির পোস্টার প্রকাশ করেন নির্মাতা। তখন থেকেই নাটকটির প্রতি দর্শকের ব্যাপক আগ্রহ তৈরি হয়।
এ নাটক প্রসঙ্গে কাজল আরেফিন অমি বলেন, সুন্দর কিছু লোকেশনে নাটকটির শুটিং করেছিলাম। একটি মেয়ের জন্য এলাকায় যা যা ঘটে তার সবই এ নাটকে তুলে ধরার চেষ্টা করেছি। দর্শকদের ভালোবাসায় আমি বরাবরই মুগ্ধ। সেই সঙ্গে তাদের কাছে কৃতজ্ঞতাও প্রকাশ করছি। তাদের এ ভালোবাসাই আমার আগামী দিনের অনুপ্রেরণা। সময় যতই গড়াবে নাটকটির দর্শক সংখ্যা ততই বৃদ্ধি পাবে বলে আমি মনে করছি।