ডেস্ক রিপোর্ট: যুবদলের ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি রফিকুল আলম মজনুকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেন রিজভী। রিজভী বলেন, রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত জাতীয়তাবাদী যুবদলের সমাবেশ শেষে বাসায় ফেরার পথে মৎস্য ভবন এলাকা থেকে মজনুকে আটক করা হয়।
রিজভী আরও অভিযোগ করেন, রফিকুল ছাড়াও জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশ থেকে বাসায় ফেরার পথে যুবদলের আরও কয়েকজন নেতা-কর্মীকে আটক করা হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঠিক কারা যুবদলের নেতা-কর্মীদের আটক করেছে, তা সুনির্দিষ্ট করে বলতে পারেননি রিজভী।
রিজভীর অভিযোগের বিষয়ে জানতে পুলিশের রমনা জোনের সহকারী কমিশনার এস এম শামীমের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তিনি ফোন ধরেননি।
মজনুর আটকের বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানার ডিউটি অফিসার এ বিষয়ে কিছু জানেন না বলে জানান।
কারাবন্দী অবস্থায় লেখক মুশতাক আহমেদের মৃত্যু এবং নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ চলাকালে গুলিতে সাংবাদিক বুরহান উদ্দিন নিহত হওয়ার প্রতিবাদে আজ সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করে যুবদল।
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার হয়ে লেখক মুশতাক ১০ মাস ধরে কারাগারে বন্দী ছিলেন। গত ২৫ ফেব্রুয়ারি রাতে তিনি কারাগারে মারা যান।
১৯ ফেব্রুয়ারি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের বিবদমান দুই পক্ষের সংঘর্ষের সময় পেশাগত দায়িত্ব পালনকালে গুলিবিদ্ধ হয়ে পরদিন মারা যান সাংবাদিক বুরহান উদ্দিন।