বিনোদন ডেস্ক: এটাকে শ্রদ্ধা বলা যায় না, এটা বুদ্ধিবৃত্তিক চুরি – লিখেছেন ‘ইয়ে বেলে’ চলচ্চিত্রের নির্মাতা সনি তারাপোরাভেলা।
তিনি অভিযোগ করেছেন বিজ্ঞাপনচিত্রের ড্যানিশ পরিচালক নাদিয়া মার্কোয়ার্ডস ওটজেন এর বিরুদ্ধে।
লেভি’স একটি জনপ্রিয় জিন্স ব্র্যান্ড।
লেভি’স এর বিজ্ঞাপনে দেখা যায় দীপিকা পাড়ুকোন একটি স্টুডিয়োতে ঢুকছেন। ১৯৮২ সালের ডিস্কো ড্যান্সার চলচ্চিত্রের আউভা আউভা (জিমি জিমি) সুরে নাচছেন। এরই মধ্যে ইউটিউবে বিজ্ঞাপন চিত্রটির ৫ মিলিয়নেরও বেশি ভিউ হয়ে গেছে।
জনপ্রিয় জিন্স ব্র্যান্ড লেভি’’স এর বিজ্ঞাপনচিত্রটি সেট ডিজাইন এর নকল নিয়ে অভিযোগ উঠেছে। দীপিকা পাডুকোন মডেলিং এ চিত্রায়িত নতুন লেভি’স এর বিজ্ঞাপনে পরিচালক সনি তারাপোরাভেলা ইয়ে ব্যালে-র সেট এর নকশা হুবুহু অনুকরণের অভিযোগে তোলেন বিজ্ঞাপন চিত্রের পরিচালকের বিরুদ্ধে।
‘ইয়ে ব্যালে’ ২০০২সালে তারাপোরাভেলা নির্মিত মুভি। ভারতীয় টিন এজারদের ব্যালে নাচের প্রতি আগ্রহ সৃষ্টি ছিলো ছবিটির বিষয়বস্তু।
সনি তারাপোরাভেলা ইনস্টাগ্রামে লিখেছেন, ‘এই বিজ্ঞাপনে আমাদের ইয়ে ব্যালে নাচের স্টুডিয়োটি দেখে’ আমি অবাক হয়েছিলাম’। এটার কনসেপ্ট ও নির্মাণ শৈলজা শর্মার। ‘মুম্বাইতে এ জাতীয় কোনও নৃত্যের স্টুডিয়ো নেই বলেই আমরা এটি তৈরি করেছি।’
ইনস্টাগ্রাম পোস্টে, মিসেস তারাপোরাভেলা বিজ্ঞাপনটির স্ক্রিনশটের পাশাপাশি তার নিজের সেট ডিজাইনের ছবিগুলি আলাদা করে দেখান।
বিজ্ঞাপনটির পরিচালক ড্যনিশ নাদিয়া মার্কোয়ার্ডস ওটজেন মডেলিং এর জন্য দীপিকা পাড়ুকোনকে বেছে নিয়েছিলেন।