আন্তর্জাতিক ডেস্ক: স্কটল্যান্ডের এক ভদ্রলোক আকাশে জাহাজ উড়তে দেখে উত্তেজিত হয়ে পড়েন। রিয়াল লাইফ ইল্যুশন – কথাটি মাথায় রেখেও দৃশ্যটি উপভোগ করেন তিনি। মনোরম আর অবিশ্বাস্য দৃশের ছবি তুলেছেন। ফেসবুকে শেয়ারও করেছেন, রিপোর্ট করেছে ‘দ্য মিরর’।
জাহাজটি জলের কয়েক ইঞ্চি ওপর দিয়ে ভেসে যাচ্ছিল। ওই সময় সমুদ্র ও আকাশের রঙ একই থাকায় মনে হচ্ছিল জাহাজ মেঘের মধ্যে ঠাঁই নিয়েছে।
‘আমার বুঝতে বেশ দেরি হয়েছে, এখানে আসলে কী ঘটেছে!’ ফেসবুকে স্কটিশ ভদ্রলোক আরও লেখেন, ‘বিশ্বাস করুন দৃশ্যটি খুবই উজ্জ্বল।’
অপটিক্যাল ইল্যুশন বা দৃষ্টি-মায়ায় মুগ্ধ হয়ে তিনি ভাবেন এর আরও কিছু ছবি তুলে রাখা প্রয়োজন। ফেসবুকে পোস্ট করা ছবিগুলির ২০০০ শেয়ার হয়ে গেছে।
এরকম দৃশ্য নজরে আসার কারণ আছে, বলেন, কলিন ম্যককলাম। কলিন ম্যককলাম একজন বৃটিশ চিত্রশিল্পী। রিয়াল লাইফ অপটিক্যাল ইল্যুশন বা বাস্তব জীবনে প্রতিচ্ছবির মতো চোখের বিভ্রান্তি ঘটতে পারে। এর বিজ্ঞানসম্মতম ব্যখ্যাও আছে। তা খুব কঠিন কিছু নয়।
একগুচ্ছ মেঘ সমুদ্রের কিনারায় এসেছিল। ফলে ভূমি ও সমুদ্রের রঙ এক হয়ে যায়। সমুদ্র থেকে আকাশকে আলাদা করে দেখার সুযোগ ছিলো না।
জাহাজটি তাই রঙের ওপর ভাসছিল।
সমুদ্রে নয় আকাশেও নয়। একই রঙে মিশে গিয়েছিল সমুদ্র ও আকাশ। জাহাজ আসলে কোথায় ভাসছিল তা ঠাহর করা অনিশ্চিত হয়ে পড়ে। আর তৈরি হয়েছিল দৃষ্টিনন্দন দৃশ্য –অপটিক্যল ইল্যুশন।