বাইডেনের উদ্বোধনী ভাষণ ও নির্ভরতার পৃথিবী- দ্বিতীয়পর্ব

বাইডেনের উদ্বোধনী ভাষণ ও নির্ভরতার পৃথিবী-(দ্বিতীয় পর্ব)

উৎপল দত্ত: মহামারি এখনও আগ্রাসী। তার পথ ধরেই পৃথবীর অস্তিত্ব-বিনাশীএকাধিক ইস্যু সামনে এসেছে। গ্লোবাল ওয়ার্মিং চড়চড় করে বাড়ছে। পরিবেশ বিপন্ন হচ্ছে, জলবায়ুর পরিববর্তন হচ্ছে।

উদ্ভাবিত প্রযুক্তির কথা ছিলো তা পৃথিবীর মানুষকে ভরসা দেবে। ভরসার পরিবর্তে অস্ত্রের উন্নয়ন ও মজুদ বেড়েছে। প্রযুক্তির বিকাশ অধিকাংশক্ষেত্রেই নেতিবাচকভাবে ব্যবহার করা হয়েছে।এক বছরে মহামারি কেড়ে নিয়েছে অসংখ্য জীবন।

এই গ্রহে মানুষের অস্তিত্ব টিকে থাকার জন্যএতো হুমকি মানুষকে ভরসা দিতেপারেনা। মানুষ উদ্বেগ ও আতঙ্কে ভুগছে। মানুষ বিষন্ন প্রহরে জেগে আছে।

বর্ণ, লিঙ্গ, অর্থনৈতিক ও রাজনৈতিক বৈষম্যের মতো বিপর্যয়কর ঝুঁকির ক্ষেত্রে একটি আরেকটি কেসক্রিয় ও সবল করে। ফলে সংকট নিরসনের উদ্যোগ বাধাগ্রস্থহয়।পর্যবেক্ষকরা এরকমই বলেন।

জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে এই বৈষম্য আরও সুস্পষ্ট।বিশ্বের মাত্র ১০ শতাংশ মানুষ ৫২ শতাংশ মানুষের চেয়েও বেশি গ্রীনহাউসগ্যাস নিঃসরণের জন্য দায়ী। বিশ্বে কার্বনডাইঅক্সাইড গ্যাস জিডিপি বৃদ্ধির হারকে উল্লেখযোগ্য মাত্রায় ক্ষতিগ্রস্থ করে।

বৈষম্য ওপরে থাকলে তলানির মানুষ ক্ষতিগ্রস্থ হয়।

অন্যান্য ঝুঁকির মতো কোভিড -১৯ এর বিষয়টি একইভাবে ব্যাখ্যা করা যায়। কোভিড – ১৯ এক দিকে দেশের মধ্যেই বৈষম্য বাড়িয়ে তুলেছে, অন্যদিকে একদেশের সাথে অন্য দেশের বৈষম্য বাড়িয়ে তুলেছে। সমাধান সুত্রটি তাইএকই সাথে বিশ্বব্যাপী হওয়া দরকার।

মার্কিন যুক্তরাষ্ট্রসহ ইউরোপের অন্যান্য ধনীদেশগুলি অনেক কিছুই করতে পারে।উন্নয়ন শীলদেশগুলিকে শক্তি পরিবর্তনের জন্য প্রয়োজনীয় অর্থায়ন এবং প্রযুক্তি সরবরাহের জন্য আন্তর্জাতিক অংশীদারিত্বের আওতায় আনতে পারে।

বাইডেনের উদ্বোধনী ভাষণে এসবকথার প্রতিফলন ছিলো।কিন্তু বিশ্বেররাজনৈতিক ও আর্থসামাজিক বিশ্লেষকরা ভরসা করতে পারছেন না।

বিশেষজ্ঞদের মতে বাইডেনের রাজনৈতিক অঙ্গীকারে গহনা থাকলে ও তাতে গলদও আছে। গবেষণা বলে মানবজাতি যখনএকাধিক কারণে অস্তিত্ব সংকটের মুখেপড়ে তখন বিপর্যয়ের অনেক শাখা-প্রশাখা থাকলেও দেখা যায়, তার উৎস আসলে একটি। করোনার সময়ই সেই পরিস্থিতিই দেখা দিয়েছে।

সমন্বিত উদ্যোগের প্রয়োজন। একিভূত হৃদয়েরও প্রয়োজন। করোনার শিক্ষাহয় তো তাই। ভরসার জায়গাটা হয়তো সেখানেই।

২৭ ফেব্রুয়ারি, ২০২১

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *